ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া, চলল গুলি ! বীরভূমে 'খুন' তৃণমূলের অঞ্চল সভাপতি। নিহত সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তা থেকে দেহ উদ্ধার হয়েছে। দেহের পাশে দাঁড় করানো ছিল বাইক। রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ। ঘটনায় ২ মহিলা-সহ আটক ৩ জন।
জানা গিয়েছে, গতকাল রাত ১২ টায় ফোন এসেছিল তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের কাছে। ফোন পাওয়ার পরেই পীযূষ ঘোষ বেরিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে ঠিক ১ কিমি দূরেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পীযূষ ঘোষের মাথার পিছনে গুলি করা হয়। এবং সেই গুলি মাথার সামনে থেকে বেরিয়ে যায়।
প্রশ্ন: এই 'খুন' কী জন্য ?
নিহতর স্ত্রী : রাজনীতির জন্য। সব রাজনীতি। শেষ করে দিল আমাদের পরিবারকে। আমার স্বামীকে যে মেরেছে, তার যেনও শাস্তি হয়। আমার বড় ছেলে যেনও সরকারি একটা চাকরি পায়। সব কিছু রাজনীতির জন্য হল। রাজনীতি করতে বারণ করেছিলাম আমি। যে যেওনা।আমাদের কিছু অভাব নেই। তাও যেত।
প্রশ্ন: কখন আপনি খবর পেলেন ?
নিহতর স্ত্রী : আমি রাত তিনটের সময় খবর পাই। তখন বলছে মারা গিয়েছে। গুলি করে দিয়েছে।
প্রশ্ন : শেষ কথা কখন হয়েছিল ?
নিহতর স্ত্রী : শেষ কথা রাত দেড়টার সময় হয়েছিল। হ্যালো হ্যালো করল। বাড়ি আসো, বাড়ি আসো, শুনতেই পাচ্ছে না। আমার স্বামীকে কেন মারল ? আমার স্বামী কারও ক্ষতি করেনি। আমার স্বামী ভাল ছিল। (কথা জড়িয়ে গেল, কান্নায় ভেঙে পড়লেন)
প্রশ্ন : অভিযোগ উঠে এসেছে যে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল ?
নিহতর আত্মীয়: হ্যাঁ । খুনের হুমকি দেওয়া হয়েছিল। আমাদের দুয়ারের এখানে চিরকুট দিয়ে গিয়েছিল। সাবধান করে দিয়ে গিয়েছিল, যেন বাড়ি থেকে না বেরোতে।
প্রশ্ন: হুমকি কি তৃণমূল থেকে দেওয়া হয়েছিল ?
নিহতর আত্মীয়: সেটা আমরা কী করে জানব ? যে হুমকিটা কোন দল থেকে দিয়েছিল ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)