প্রকাশ সিনহা ও পার্থপ্রতিম ঘোষ, বীরভূম: বগটুই হত্যাকাণ্ডে (Bogtui Arson) রামপুরহাট (Rampurhat Fire) আদালতে ধৃতদের মধ্যে আটজনের পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) আবেদন জানাল সিবিআই (CBI)। আবেদনের শুনানি ৮ এপ্রিল। সূত্রের খবর, জেরার সময় ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে ধৃতদের কয়েকজনের ভঙ্গিমায় সন্দেহ হওয়াতেই এই সিদ্ধান্ত। আজ রামপুরহাটকাণ্ডে আদালতে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
মনোবিদের রিপোর্টের ভিত্তিতেই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত
3D লেজার স্ক্যানারের মাধ্যমে ক্রাইম সিনের মডেল তৈরি থেকে শুরু করে ধৃতদের জেরার সময় ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মতো অত্যাধুনিক পদ্ধতি আগেই ব্যবহার করেছে সিবিআই। রামপুরহাটের বগটুই হত্যাকণ্ডের তদন্তে এবার পলিগ্রাফ টেস্টের আবেদন জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
গত ২১ মার্চ রাতে ভয়ঙ্কর হত্যাকাণ্ডে বগটুইয়ে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার এই মামলায় তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার আগে বুধবার এই মামলায় ধৃত আনারুল হোসেন, আজাদ চৌধুরী, ইমতিয়াজ শেখ, এক নাবালক অভিযুক্ত-সহ আট জনের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানাল সিবিআই। সরকারি আইনজীবী শুভজিৎ সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুতে এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Bangla News
এক নাবালক-সহ বগটুইকাণ্ডে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ২০। তাহলে ধৃতদের মধ্যে কেন শুধু আটজনের পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হল? সিবিআই সূত্রে খবর, আগে ধৃতদের জেরার সময় যে ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়েছিল, তাতে কথা বলার ধরন, ভঙ্গিমা দেখে মনোবিদরা পরামর্শ দিয়েছেন, কয়েক জন কোনও তথ্য গোপন করতে পারেন। মনোবিদদের তালিকায় নাম থাকা সেই আটজনেরই পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছে সিবিআই।
এক দিন বাদেই এ নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত
আগামী ৮ এপ্রিল সিবিআইয়ের পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি হবে। সেদিন সব অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক। এদিকে এদিন বগটুই গ্রামে যান সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। নিহত তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের বাড়ির সামনে কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন।
সিবিআই সূত্রে খবর, ভাদু শেখ হত্যার মামলার সঙ্গে বগটুই হত্যাকাণ্ড কীভাবে জড়িত, তা আদালতে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ থাকবে। এছাড়াও আদালতে জমা দেওয়া রিপোর্টে সমস্ত বয়ানের কপিও থাকবে বলে সূত্রের খবর।