কলকাতা: জানুয়ারি মাস থেকে বেতন বন্ধ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের। প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুকন্যা মণ্ডল। সুকন্যা তাঁর প্রাপ্য ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও কাজ যোগ দেননি। স্কুল থেকে কাজে যোগ না দেওয়ার কারণ জানতে চেয়ে চিঠি দিলে তারও উত্তর দেননি। এরপরই জানুয়ারি মাস থেকে তাঁর বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের নির্দেশে বেতন বন্ধ।                                                       

  


ফের ওজন কমেছে অনুব্রতর


বীরভূমে, (Birbhum) শোনা যেত একটা সময়, তাঁর কথা ছাড়া একটা পাতাও নড়ে না। তবে তিনি জেলে যাওয়ার পর ইতিমধ্যেই বদল হয়েছে একাধিক দৃশ্য।। বীরভূমে, মমতার প্রশাসনিক সভার আগে গোটা জেলায় যখন ছেয়েছে ব্যানারে। অথচ প্রচারের সেই ব্যানারে ব্রাত্য ছিলেন অনুব্রত মন্ডল। যদিও অনুব্রতই যখন গ্রেফতার হন, তখন প্রকাশ্যে তার পাশে থাকার কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গরুপাচার মামলায় গ্রেফতারির পর ইতিমধ্যেই গড়িয়েছে অনেক জল। গ্রেফতারির আগের সেই ছবিও বদলেছে। একাধিকবার জেরা, হাজিরার পর বদলেছে প্রেক্ষাপট। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, ছয় মাসে  ২৪ কেজি ওজন কমেছে অনুব্রতর (Anubrata Mandal)।                                          


উল্লেখ্য, ছয় মাসে  ২৪ কেজি ওজন কমেছে অনুব্রতর। শেষ তিন মাসে কমেছে নয় কেজি। তবে এর পাশাপাশি জানা গিয়েছে,  শরীর ভাল নেই তাঁর। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য আসানসোল জেল থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। প্রসঙ্গত, খাতায় কলমে এখনও তিনি তৃণমূলের জেলা সভাপতি (TMC)। কিছু দিন আগে পর্যন্ত তাঁর প্রতি রক্ষণাত্মক অবস্থান ছিল সকলের। কিন্তু দলনেত্রীর বীরভূম সফরে , প্রচারের জন্য় যে পোস্টার, প্ল্য়াকার্ড, তোরণ, ফেস্টুন করা হয়েছিল, সেখানে কোথাও উল্লেখ পর্যন্ত নেই  অনুব্রত-র ছবি। তার পরিবর্তে বরং জায়গা পেয়েছ, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীদের ছবি। এ যেন ঘরের মাঠে, বড় ম্য়াচ ঘরের ছেলে ছাড়াই। গরুপাচার মামলায় অনুব্রতর গ্রেফতার হওয়ার পর প্রথম বার বীরভূম সফরে যান  মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে বোলপুর থেকে শান্তিনিকেতন, দলের প্রচারে ধরা পড়েছে সম্পূর্ণ এক অচেনা ছবি।