মুম্বই: তাঁর দেশের পুরুষ ক্রিকেট দল ভারতের মাটিতে হাবুডুবু খাচ্ছে। তবে মহিলাদের আইপিএলে বড় দায়িত্ব পেলেন অ্যালিসা হিলি। মহিলাদের আইপিএলে উত্তর প্রদেশ ওয়ারিয়র্সের নেতৃত্ব দেবেন তিনি।


বুধবার উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, প্রথম মহিলা আইপিএলে তাঁদের দলকে নেতৃত্ব দেবেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। ৪ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সে মোট ছজন বিদেশি ক্রিকেটার রয়েছে। তাঁদের মধ্যে হিলি অন্যতম। অনেকে মনে করেছিলেন, উত্তরপ্রদেশ নেতৃত্বের দায়িত্ব দিতে পারে দীপ্তি শর্মাকে। দীপ্তি নিজেও উত্তর প্রদেশের। যদিও ঘরোয়া ক্রিকেটে এখন খেলেন বাংলার হয়ে। তবে হিলিতে আস্থা রাখল উত্তর প্রদেশ ওয়ারিয়র্স কর্তৃপক্ষ।


ইউপি ওয়ারিয়র্সের পাঠানো বিবৃতিতে হিলি বলেছেন, 'ডব্লিউপিএলের জন্য আমরা সকলেই মুখিয়ে রয়েছি। ইউপি ওয়ারিয়র্সের দলটা দারুণ। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুম মিশ্রণ রয়েছে। আশা করছি ভক্তদের জন্য ভাল ক্রিকেট উপহার দিতে পারব। আমরা জেতার লক্ষ্যে মাঠে নামব আর নির্মম ক্রিকেট খেলব।'


অস্ট্রেলিয়ার জাতীয় মহিলা দলের জার্সিতে পাঁচ-পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন হিলি। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২০ সালে। পাশাপাশি গত বছর নিউজিল্যান্ডের মাটিতে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। যে দলের অন্যতম সদস্য ছিলেন হিলি। টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪৪৬ রান রয়েছে হিলির। ১২৮-এর কাছাকাছি স্ট্রাইক রেট। একটি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে হিলির। কিছুদিন আগে মেগ ল্যানিংয়ের অনুপস্থিতিতে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হিলি। পাশাপাশি মহিলাদের বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন হিলি।


ফিট চাহার


 প্রায় ছয় মাস যুগ্ম চোটের কারণে মাঠের বাইরেই কাটাতে হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার দীপক চাহারকে (Deepak Chahar)। তবে অবশেষে চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন চাহার। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2023)। আসন্ন আইপিএলেই ফিরতে চলেছেন চাহার।


২০২২ সালে চাহার ভারতের হয়ে ১৫টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তারপরে প্রথমে স্ট্রেস ফ্র্যাকচার ও পরে গ্রেড ৩ টিয়ারের জন্য সিংহভাগ ম্যাচই খেলতে পারেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন চাহার। ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের সময়ই চোট পান চাহার। তিন ওভার বল করার পরেই তাঁকে মাঠ ছাড়তে হয়। তবে ৩০ বছর বয়সি চাহার অবশেষে চোট সারিয়ে ফিরছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর মাঠে ফিরতে তৈরি তিনি।


চাহার নিজেই জানান তিনি আসন্ন আইপিএলেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। চাহার বলেন, 'আমি বিগত দুই-তিন মাস ধরে আমার ফিটনেস নিয়ে ভীষণ খাটা খাটনি করেছি। আমি এখন পুরোপুরি ফিট এবং আইপিএলের জন্য ভালভাবে প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমার স্ট্রেস ফ্র্যাকচার ও কোয়াড গ্রেড ৩ টিয়ারের মতো দুইটি বড় চোট লেগেছিল। বিশেষ করে ফাস্ট বোলারদের এমন দুই চোট থেকে ফিরতে একটু সময় তো লাগেই। ব্যাটার হলে আমি আরও অনেক আগেই খেলা শুরু করে দিতে পারতাম। তবে স্ট্রেস ফ্র্যাকচারের পর মাঠে ফেরা কঠিন। অন্যান্য বোলারদেরও কিন্তু এমন ধরনের চোটের পর মাঠে ফিরতে বেশ বেগই পেতে হয়েছে।'