ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: নিয়োগ দুর্নীতি থেকে একাধিক মামলা চোখা চোখা মন্তব্য় সামনে এসেছে। তার পর থেকে জেলা থেকে পঞ্চায়েত, দিকে দিকে তৈরি হয়েছে পরিচিতি। এ বার 'বেঙ্গল টাইগার' অর্থাৎ 'বাংলার বাঘ' তকমা পেলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। শুধু তাই নয়, টোটোর পিছনে তাঁর পোস্টার সাঁটিয়ে রাখা হয়েছে, এমন দৃশ্যও সামনে এল। 


'বেঙ্গল টাইগার' অর্থাৎ 'বাংলার বাঘ' উপমা পেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়


নিয়োগ দুর্নীতি নিয়ে উথাল-পাথাল পরিস্থিতির মধ্যেই গরুপাচার মামলার ভরকেন্দ্র হিসেবে গতে কয়েক মাস ধরে খবরের শিরোনামে বীরভূম (Birbhum News)।  সেই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতিও। আর সেই বীরভূমেই চারপতি গঙ্গোপাধ্যায়ের স্তুতি দেখা গেল। এলাকার এক বাসিন্দা সুকেশ চক্রবর্তী, পেশায় টোটোচালক। নিজের টোটোয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি লাগিয়ে রেখেছেন তিনিই। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি যোগ্য ছেলেমেয়েদের মা-বাবার মুখে হাসি ফুটিয়েছেন বলেই তাঁর ছবি লাগিয়েছেন বলে, অকপটে স্বীকারও করেছেন সুকেশ।


বোলপুর-শান্তিনিকেতন টোটো চালান সুকেশ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি বসানো পোস্টার নিজের টোটো-তে লাগিয়ে রেখেছেন তিনি। তাঁর মতে, যে ভাবে যোগ্য ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের চোখেমুখে হাসি ফুটিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাতে সকলের আশীর্বাদ তাঁর পাথেয় হবে। 


আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'এপাং-ওপাং-ঝপাং...! এমন অখাদ্য জিনিস রাখবেন না', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক



নিয়োগ কেলেঙ্কারিতে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। উঠে আসছে নিত্য় নতুন তথ্য়। এই পরিস্থিতিতে শুধু চাকরিপ্রার্থীদেরই নয়, টোটোচালক সুকেশের মতো বহু সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সুকেশের বক্তব্য়, " পরীক্ষা দিয়ে যাঁরা পাস করেছেন, তাঁদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। উনি লড়াই করছেন। ওঁকে সম্মান জানাতেই এমনটা করেছি।"

টোটোচালক সুকেশের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শান্তিনিকেতনের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রবীন্দ্র রায় বলেন, "বিচারপতি যে ভাল কাজ করছেন, ভবিষ্যতেও এমন কাজ যেন হয় আমাদের বাংলার মাটিতে।"


টোটোচালক সুকেশের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শান্তিনিকেতনের বাসিন্দারা

বোলপুর-শান্তিনিকেতনের মানুষ সুকেশের টোটোকে 'ঠাকুরের টোটো' নামেই চেনে। সেই ঠাকুরের টোটোয় এ বার কার্যতই সুকেশের 'ভগবান' হয়ে উঠেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই তাঁর পোস্টারই নিজের টোটোয় লাগিয়েছেন সুকেশ। আর সেই পোস্টার লাগানো অবস্থাতেই সুকেশের টোটো ছুটছে শান্তিনিকেতনের এ প্রান্ত থেকে ও প্রান্ত।