বীরভূম: বীরভূমের (Birbhum) ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় এবার স্কুলে এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি। মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার মিড ডে মিল রান্না করার সময় ডালের মধ্যে সাপ পড়ে যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। তাদের চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, আজ ফের ৬ পড়ুয়া অসুস্থ বোধ করে। বমি ও পেটে ব্যথা নিয়ে রামপুরহাট মেডিক্যালে (Rampurhat Medical College Hospital) ভর্তি করা হয় তাদের। পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা না হওয়ার জন্যই ফের অসুস্থ হয়ে পড়েছে ওই পড়ুয়ারা। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। গতকাল স্কুলে গিয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।
বীরভূমের ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যান কমিশনের চেয়ারপার্সন সহ দুই প্রতিনিধি। ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে গাফিলতির জন্য স্কুল কর্তৃক্ষকে সতর্ক করে দেন WBCPCR-এর চেয়ারপার্সন।
কীভাবে ওই ঘটনা? সোমবার, ময়ূরেশ্বরের ওই প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাবারের মধ্যে সাপ পড়ে থাকতে দেখা যায়। কীভাবে ওই ঘটনা ঘটল, এদিন স্কুল কর্তৃপক্ষের কাছে তা জানতে চান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। বীরভূমের ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যান কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়।
মিড ডে মিলে কুণ্ডলী পাকানো সাপ মিড: ডে মিলের ডালের বালতির মধ্যে পড়েছিল কুণ্ডলী পাকানো সাপ! সেই ডাল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া! সবার নজর এড়িয়ে কীভাবে এমন ঘটনা ঘটল? খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে West Bengal Commission for Protection of Child Rights বা WBCPCR. বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যাান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। কথা বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে।
ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে গত সোমবার। মিড ডে মিল রান্না করার সময় ডালের মধ্যে সাপ পড়ে যায়। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া। ১৬জন শিশুকে ভর্তি করা হয় রামপুরহাট হাসপাতালে। ঘটনার প্রতিবাদে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ভাঙচুর করা হয় এক শিক্ষকের মোটর বাইক।
ওই ঘটনায় শোকজ করা হয় স্কুলের টিচার-ইন-চার্জ নিমাই মণ্ডলকে। পাশাপাশি, ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা শিক্ষা দফতর। মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন মিড ডে মিল খেতে।