ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: সেলফি প্রাণ কাড়ল স্কুল পড়ুয়ার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার-বোলপুর রাজ্য সড়কে।
কীভাবে দুর্ঘটনা:
স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছিল ওই স্কুল পড়ুয়া। সেই সময়েই একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় ওই স্কুলছাত্র। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ওই কিশোরকে। নিহত স্কুলছাত্রের নাম শেখ সুমন। বয়স হয়েছিল ১৭ বছর। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বীরভূমের ইলামবাজার-বোলপুর রাজ্য সড়কে চৌপাহাড়ি জঙ্গলে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, ইলামবাজার থেকে দুই বন্ধুর সঙ্গে বোলপুরে যাওয়ার সময়, চৌপাহাড়ির জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছিল ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়া শেখ সুমন। পিছন থেকে ডাম্পার ধাক্কা মারায় গুরুতর আহত হয় ওই ছাত্র। পরে পুলিশ তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয়।
শেখ সুমনের বন্ধু শেখ রাউল এবং শেখ জুয়েল জানিয়েছে, ঘুরতে বেড়িয়েছিল তারা। তখনই ছবি তোলার সময় ওই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ডাম্পারটির চালক পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ।
সেলফি তুলতে গিয়ে বারবার দুর্ঘটনা:
সেলফি তুলতে গিয়ে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। চলতি মাসেই কুলগাছিয়া-বাগনান স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়। রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে ছিল এক সপ্তম শ্রেণির ছাত্র, আর এক মাধ্যমিক উত্তীর্ণ।
এই বছরেরই অক্টোবর মাসে কলকাতার নিমতলা ঘাটেও প্রায় একইরকম দুর্ঘটনায় তলিয়ে গিয়েছিলেন পাঁচ তরতাজা যুবক। নদীতে বান আসার সময় ঘাটের ধারে বসে গল্প করছিলেন তাঁরা। স্থানীয়দের দাবি ছিল, পাঁচজনেই মত্ত ছিলেন। বারবার সতর্ক করা হলেও তাঁরা ঘাটের পাশ থেকে সরে আসেননি। তার কিছুক্ষণ পরেই বানের তোড়ে ভেসে যান তাঁরা, পরে তলিয়ে যান।
বারবার বিপজ্জনক ভাবে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা ঘটেছে। চলতি বছরের সেপ্টেম্বরে জলপাইগুড়িতে ঘটা ঘটনা আরও ভয়ানক। ময়াল সাপ গলায় পেঁচিয়ে সেলফি তুলতে গিয়ে প্রায় প্রাণ যেতে বসেছিল দুই যুবকের। মুরগি খেতে জলপাইগুড়ির এক বাড়িতে ঢুকে পড়েছিল প্রায় ১০ ফুট লম্বা ময়াল সাপ। আর সেই সাপ উদ্ধারের জন্য বন দফতর থেকে কর্মীরা না আসায়, কয়েকজন যুবক মিলে নিজেরাই ধরে ফেলেছিলেন সাপটিকে। এরপর সেই সাপ গলায় পেঁচিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে গয়েরকাটা রেঞ্জ অফিসের সামনে এসে হাজির হন তাঁরা। উল্লাসের সময় সাপটি পেঁচিয়ে ধরেছিল দুই জনকে। বনকর্মীরা কাছাকাছি থাকায় কোনওরকমে ছাড়ানো যায়।
আরও পড়ুন: ছাত্র মৃত্যুর ঘটনায় হাসপাতালে গেট আটকে বিক্ষোভ পড়ুয়াদের, হোঁচট পরিষেবায়