ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম : সিউড়িতে যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের (Siuri Murder) ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। ঘটনায় এপর্যন্ত দুজনকে গ্রেফতার করল পুলিশ।
পথের কাঁটা সরাতে পরিকল্পনা ছিল বাইকে করে অন্য় জায়গায় নিয়ে গিয়ে খুন করা। সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ঘটনাস্থলেই পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় সাঁইথিয়ার নবডাঙার বাসিন্দা শেখ কুতুবউদ্দিন (৩২)-কে। সিউড়িতে যুবক খুনের ঘটনায় এমনই তথ্য হাতে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার করা হয়েছে মহম্মদ ইমরান নামে এক অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত শেখ মুবারক এখনও পলাতক। তাকে বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে দিয়েছিল ইমরান। শুধু তাই নয়, প্রথমে ইমরান মারধর করে যুবককে। গলায় পা দিয়ে খুনের চেষ্টাও করা হয়। কিছুক্ষণ পর মোটরবাইক নিয়ে চলে যায় সে। কোনওক্রমে উঠে বসেন আক্রান্ত কুতুবউদ্দিন। তখনই মাথায় পাথর দিয়ে আঘাত করে তাঁকে খুন করে মুবারক।
সিসি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়া ছবি এতটাই নৃশংস, যে তা সম্প্রচারের যোগ্য নয়। পুলিশ সূত্রে খবর, ৩ জনই একে অপরের পরিচিত। যাতায়াত ছিল নিষিদ্ধপল্লিতে। সেখানে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে কুতুবউদ্দিন ও মুবারক। শনিবার রাতে তিন জনই মত্ত অবস্থায় নিষিদ্ধপল্লিতে যায়। সেখানে বিবাদ চরমে ওঠে। পরে কুতুবউদ্দিন একা বেরিয়ে আসেন। বাইকে করে আসে ইমরান ও মুবারক। তারপরই ঘটে ভয়াবহ ঘটনা।
এর আগে গত ১৩ জুন সিউড়ির রবীন্দ্রপল্লিতে ভয়াবহ ডাকাতি হয় স্টেট ব্যাঙ্কের শাখায়। এবার খুন। ঘটনায় আতঙ্কিত খোদ তৃণমূল সাংসদ। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। শতাব্দী রায় বলেছেন, সবসময় লিখিত অভিযোগ হবে, এমনটা পুলিশ সুপারের ভাবা উচিত নয়। অপরাধের কথা শুনেও পুলিশ ব্যবস্থা নিতে পারে। সাংসদ তহবিল থেকে প্রায় ৮ লক্ষ ৫৬ হাজার টাকা খরচ করে সিউড়ি শহরে বসানো হচ্ছে একশোর বেশি সিসি ক্যামেরা।
মহম্মদ ইমরানকে রবিবার সিউড়ি জেলা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। মহম্মদ ইমরানকে রবিবার সিউড়ি জেলা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন- কোটি কোটি কালো টাকা সাদা করার ৩ কোম্পানিরই মালিক জ্যোতিপ্রিয়, চাঞ্চল্যকর দাবি ইডির