ভাস্কর মুখোপাধ্য়ায়, এরশাদ আলম, বীরভূম: সন্ন্যাসীর অস্বাভাবিক ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সিউড়িতে (Suri News)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি (BJP)। সোমবার বাহিরি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান বিজেপি নেতা-কর্মীরা। যদিও বিজেপি মিথ্যের রাজনীতি করছে বলে জবাবে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগল রাজনীতির রং
কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে ফুটছে রাজ্য রাজনীতি। তার মধ্যেই বীরভূমের (Birbhum News) সিউড়িতে সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগল রাজনীতির রং। রবিবারের পর সোমবারও উত্তপ্ত হয়ে উঠল বাহিরি এলাকা। দোষীদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। বীরভূমে বিজেপি-র জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহার বক্তব্য, "হয়ত তৃণমূলই করেছে। ওদের চক্রান্ত হতে পারে।"
রবিবার ভোরে বাহিরি কালীতলা মন্দিরের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ভুবন ব্রহ্মচারী নামে এক সন্ন্যাসীর দেহ। মন্দিরে সদ্য আসা এক সন্ন্য়াসিনীকে অভিযুক্ত সন্দেহে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গেলে, পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এ নিয়ে বলেন, "এখনই বলা শক্ত কি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে দেখা যাবে।"
আরও পড়ুন: Partha Chatterjee: আচমকা অভিষেক-প্রশস্তি পার্থর, হাওয়া বুঝেই কি মনবদল!
ওই সন্ন্যাসীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সোমবার পথে নামে বিজেপি। সিউড়ি বোলপুর রাস্তার বাহিরি মোড়ে চলে অবরোধ। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বীরভূমে বিজেপি-র জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য, "শাসকদলের মদত রয়েছে। সব জায়গায় তৃণমূল সেই একই কায়দায় এইভাবে খুন করেছে।"
সন্ন্য়াসীর অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় বাড়ছে রহস্য
যদিও অভিযোগ খারিজ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। সিউড়ি-১ তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের কথায়, "মিথ্যের রাজনীতি করছে বিজেপি।" তবে একদিকে যখন রাজনীতির পারদ চড়ছে, একই ভাবে সন্ন্য়াসীর অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় বাড়ছে রহস্যও। খুন না আত্মহত্যা? জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।
কালিয়াগঞ্জের ঘটনায় টানাপোড়েন জারি
অন্য দিকে, কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশের চার এএসআই -কে সাসপেন্ড করা হল। ওই ঘটনায় নাবালিকা মৃতার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। সেই ভাবে দেহ উদ্ধার করার ঘটনায় পুলিশের ভূমিকায় রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার তিন দিন পর পদক্ষেপ করল জেলা পুলিশ।
নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj Minor Murder) অভিযোগ ঘিরে দু’দিন ধরে উত্তপ্ত রয়েছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জ। কখনও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ৭ দিনের জন্য কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা (Section 144 Imposed) জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।