বীরভূম: আবাসে 'দুর্নীতি', কেন্দ্রীয় টিম ভেবে রাজ্যের অডিট টিমকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সিউড়ির অবিনাশপুরে রাজ্যের অডিট টিমকে ঘিরে গ্রামবাসীদের এদিন ব্যাপক বিক্ষোভ চলে। ২০১৮-তে পাওয়া বাড়ির অডিটে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল রাজ্যেরই অডিট টিম। আগে ১০০ দিনের কাজের টাকা দিন, তারপরে অডিট, দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের বিক্ষোভ, তৃণমূলের কোনও যোগ নেই, দাবি তৃণমূল অঞ্চল সভাপতির। 


গতবছর আবাসে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছিল পরপর। তারমধ্যে পশ্চিম মেদিনীপুরে'আবাস যোজনায় বাড়ি পেতে দিতে হয়েছে কাটমানি', অভিযোগ উঠেছিল খোদ তৃণমূল সাংসদ দেবের (Dev) খুড়তুতো ভাইয়ের। কেশপুরের ২ তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তাঁর। ২০১৬ সালে ২ তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্ত ২ তৃণমূল (TMC) নেতার। 


ঠিক কী অভিযোগ


তৃণমূল সাংসদ দেবের জ্যেঠতুতো ভাই বিক্রম অধিকারীর অভিযোগ করেন, ১৬-য় টাকা এসেছিল। ৭৫ হাজার টাকা। তখন সেই ৭৫ হাজার টাকা তুলে আমাকে পার্টিকে দিতে হয়েছে, দিয়ে ১৫ হাজার টাকা দিয়েছে আর টাকা যখন চাইছি, তখন বলছে, না টাকা দেয়নি। এই নিয়েই এবারে ঘর-দুয়ার সব তো জলে। যখনই বৃষ্টি হয়, তখনই মোটামুটি সব ঘরগুলো জলে ভর্তি হয়ে যায়। শুতে পারা যায় না। এখন আমি বলছি, আমার টাকাটা দেওয়া হয়েছিল কি না। টাকাটা দাও। ঘর তো করতে পারলাম না। তারপর হাইলাইটের পরে শিউলি সাহা বলল, যে একটা ঘর দেব, একটা কাজ দেব। আজ পর্যন্ত কিছু নেই। আর জল হলেই আমার বাড়িতে জল ঢুকছে। 


পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, ১১ লক্ষ ৩৬ হাজার জন বাড়ি পাবেন। জানানো হয় ৩১শে ডিসেম্বর ২০২২-এ শেষ দিন ছিল। তার আগে, এই তালিকা সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। প্রশাসন সূত্রে দাবি, ১৫ লক্ষ আবেদনকারীর নাম বাদ গেছে । এ নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকও করেন মুখ্যসচিব।


কান্দি থেকে কাকদ্বীপ। বিনপুর থেকে নানুর। দিকে দিকে বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়! প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কোথাও কাঠগড়ায় তৃণমূল। কোথাও আবার বিরোধীরা। প্রশাসন সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৫ লক্ষ আবেদনকারীর নাম বাদ গেছে।


২০২২-২৩ অর্থবর্ষে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ৫৬ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছিলেন। এরপর, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে প্রাথমিকভাবে ৫ লক্ষ আবেদনকারীর নাম বাদ যায়। সমীক্ষার পর, নাম বাদ যায় আরও ১২ লক্ষের। এখন ৩৯ লক্ষ যোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে। যদিও সূত্রের দাবি, এঁদের মধ্যে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ জন আবাস যোজনায় বাড়ি পাবেন। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সরেজমিনে যায় কেন্দ্রীয় দলও। মাঝে এ নিয়ে উত্তেজনা কিছুটা থামলেও এবার ফের একই পরিস্থিতি।