ঢাকা: হঠাৎ অবসর ঘোষণা করেছেন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ চলাকালীন। সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস (Litton Das)। তবে তামিমকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক ডেকেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। পরে পাপন বলেন, 'আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল এই সিদ্ধান্ত। ম্যাচের তিনদিন আগেই তামিমের সঙ্গে কথা হয়েছে। গতকাল ম্যাচ শুরুর আগেও কথা হয়েছে। আমার পক্ষে বোঝার কোনও উপায় ছিল না যে, এমন সিদ্ধান্ত আসতে চলেছে। পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবে বলেছিল তামিম। মাশরাফি, শাকিব, তামিম, রিয়াদ, মুশফিকুর - এই সিনিয়র পাঁচ ক্রিকেটার না থাকলে এই জায়গায় বাংলাদেশ আসতোই না। আমি সবসময় বলেছি, আমাদের সেরা ওপেনার তামিম। সেরা ব্যাটার মুশফিক। সেরা খেলোয়াড় শাকিব।'


সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে তামিমকে। তবে পাপন জানিয়েছেন, ফোন ধরছেন না তামিম। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল, যিনি সম্পর্কে তামিমের ভাই, তাঁর মাধ্যমে যোগাযোগ করা যায়।


তামিম ফিরলে যে তিনিই অধিনায়ক হবেন, সেকথা কার্যত স্পষ্ট করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমকে সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছে বিসিবি। তবে এখনও পর্যন্ত সদ্য প্রাক্তন অধিনায়ক এই বিষয়ে কিছু বলেননি। শেষ পর্যন্ত তামিম যদি না ফেরেন, তবে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস


আচমকা অবসর ঘোষণা করেছেন ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়ক। তাও ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) মাত্র ৩ মাস আগে! অক্টোবর মাসে ভারতের মাটিতে শুরু ওয়ান ডে বিশ্বকাপ। তার ঠিক তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল (Tamim Iqbal)। ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে আচমকাই ইতি টানলেন।


বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তামিম। তখন থেকেই অনেকে অনুমান করেছিলেন যে, অবসর ঘোষণা করবেন তামিম। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হল। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ান ডে ও টেস্ট থেকেও অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।


আরও পড়ুন: ABP Exclusive: ধোনিকে ভারতের কোচ হিসাবে দেখার প্রার্থনা, দুঃস্থ বাচ্চাদের সঙ্গে কেক কাটবেন রামবাবু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial