ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমের (Birbhum) তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাইমারিতে চাকরির টোপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। চাকরিপ্রার্থীর সঙ্গে অভিযুক্ত শাসক নেতার বাগ্যুদ্ধের ভিডিও ভাইরাল। টাকা ধার নিয়ে শোধ দিতে দেরি হওয়ায় ঝামেলা, নিয়োগের কথা বলিনি, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। বিতর্ককে হাতিয়ার করে ফের বিরোধীদের নিশানায় তৃণমূল কংগ্রেস (TMC) । ঘটনার সঙ্গে দলের সঙ্গে যোগ নেই, পাল্টা দাবি রাজ্যের শাসক দলের। যদিও এখনও এবিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।
নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। হকের চাকরির দাবিতে অব্যাহত চাকরিপ্রার্থীদের ধর্না। কেন্দ্রীয় এজেন্সি তৎপর। একের পর এক হেভিওয়েট জেলবন্দি। এই পরিস্থিতির মধ্যেই বীরভূমের সাঁইথিয়ায় ফের চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে!
ঠিক কী অভিযোগ
বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা শ্রেয়সী দত্তের দাবি, ২০১৭ সালে প্রাইমারি চাকরি দেওয়ার টোপ দিয়ে ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নেন স্থানীয় তৃণমূল নেতা হিরু বন্দ্যোপাধ্যায়। চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে মাত্র ১ লক্ষ টাকা ফেরত দেন অভিযুক্ত। তৃণমূল নেতার কাছে টাকা চাইতে গেলে বাদানুবাদে জড়ান চাকরিপ্রার্থী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।
অভিযোগকারী চাকরিপ্রার্থী শ্রেয়সী দত্ত বলেছেন, '২০১৭ সালে প্রাইমারি চাকরি দেব বলে তৃণমূল নেতা হিরু বন্দ্যোপাধ্যায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নেন। প্রথমে ২ লক্ষ টাকা দিই। পরে ধাপে ধাপে ১ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। তৃণমূলের যা অবস্থা। তাই টাকা ফেরত চাই। হিরু প্রথমে এক লক্ষ টাকা দেয়। দুর্গাপুজোর আগে আরও এক লক্ষ টাকা দেওয়ার কথা বলে। সেটা টাকা এখনও দেয়নি। চাইতে গেলে ঝামেলা করছে। শুক্রবার গিয়েছিলাম, হিরু লিখিত দিয়েছেন যে টাকা ফেরত দেবেন।'
অভিযোগ অস্বীকার
অভিযুক্ত তৃণমূল নেতা হিরু বন্দ্যোপাধ্যায়ের দাবি- ১ লাখ দিয়েছি না, ১ লাখ ৪৪ হাজার দিয়েছি। টাকা ধার নিয়েছিলেন তিনি। ধার শোধ করতে দেরি হওয়াতেই ঝামেলা। কোনও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দেননি বলেই জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর দাবি, 'ওদের বাড়ি যেতাম তখন আলোচনার সময় ওরা বলত, ২০১৬ সালে প্রাইমারি পরীক্ষা দিয়েছি যদি কিছু করা যায় দেখুন। তখন আমি বলে ছিলাম আমি চেষ্টা করে দেখব।'
যদিও গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন- 'কামড়ে কলঙ্কিত পুলিশ , দুর্ভাগ্যজনক ঘটনা' মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের