ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : এবার ই়ডির স্ক্য়ানারে (ED Scannar) বীরভূমের বোলপুরে কয়েক কোটি টাকা ব্য়য়ে তৈরি তৃণমূলের তিন তলা ঝাঁ চকচকে জেলা পার্টি অফিস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Agency) নজরে মা কালীর প্রায় ৫৬০ ভরির গয়নাও। তৃণমূল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পার্টি অফিসের ট্রাস্টি বোর্ডের তিন সদস্য়কে ইতিমধ্য়েই তলব করা হয়েছে। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।  


ঝাঁ চকচকে ৩ তলা বাড়ি। দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে। বীরভূমের বোলপুরে এই বাড়ি আসলে তৃণমূলের এই পার্টি অফিস (TMC Party Office)। গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেলবন্দি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডলের সম্পত্তি ও ব্য়াঙ্ক ব্য়ালেন্সের পর এবার ইডির নজরে তাঁদের জেলার বোলপুরে, তৃণমূলের এই পার্টি অফিস। সেই সঙ্গে পার্টি অফিসে থাকা প্রতিমার প্রায় ৫৬০ ভরি সোনার গয়নাও (jewellery)।


কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে রয়েছে বলে ইডি সূত্রে দাবি। সূত্রের খবর, ইতিমধ্য়েই এই পার্টি অফিসের ট্রাস্টি বোর্ডের ৩ সদস্য় শিবনাথ রায়, সুদীপ ভট্টাচার্য ও কাজল মণ্ডলকে তলব করেছে ইডি। এরা জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ঘনিষ্ঠ বলেই পরিচিত। তলব করা হয়েছে বোলপুরের এক আইনজীবীকেও। পার্টি অফিসের ট্রাস্টি বোর্ডের এক সদস্য় শিবনাথ রায় বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।


ট্রাস্টি বোর্ডের বাকি দুই সদস্য় সুদীপ ভট্টাচার্য বোলপুর পুরসভার অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর এবং কাজল মণ্ডল বোলপুর পুরসভার পরিবহণ বিভাগের কর্মী। তৃণমূল সূত্রে দাবি, পার্টি অফিস ভবনটি প্রথমে তৃণমূল কাউন্সিলর শিবনাথ রায় ও বোলপুর পুরসভার তিন কর্মীর নামে কেনা হয়। পরে অনুব্রত মণ্ডলের তৈরি করে দেওয়া ট্রাস্টের নামে তা হস্তান্তরিত করা হয়। সূ্ত্রের দাবি, আহমদপুরের এক চালকল ব্যবসায়ী এই পার্টি অফিস তৈরিতে কোটি টাকার বেশি দিয়েছিলেন।


ঝাঁ চকচকে পার্টি অফিস তৈরির খরচ হওয়া কোটি কোটি টাকার উৎস কী ? একজন চালকল ব্য়বসায়ী কেন পার্টি অফিস তৈরিতে কোটি টাকার বেশি দিলেন ? তৃণমূলের পার্টি অফিসে থাকা গয়না কারা কারা দিয়েছেন ? এইসব বিষয়ে জানতেই, চলতি সপ্তাহে দিল্লির সদর দফতরে চার জনকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। বোলপুরের জেলা পার্টি অফিস যখন কেন্দ্রীয় এজেন্সির নজরে, তখন বীরভূমের তৃণমূলের অন্য় পার্টি অফিস থেকে মুছে যাচ্ছে খোদ জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম ও ছবি। সম্প্রতি নানুরের হোসেনপুরে এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে। 


আরও পড়ুন- সদ্য়োজাত কন্য়াসন্তান বিক্রি ৭৫ হাজার টাকায় ! শিশু বিক্রির অভিযোগ, মা সহ গ্রেফতার একাধিক, পূর্ব মেদিনীপুরের পর বীরভূম


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial