নান্টু পাল, বীরভূম: ভোট পরবর্তী (Post Poll) সন্ত্রাসে ইলামবাজারে (Islambazar) খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে আজই তলব করেছে সিবিআই (CBI)। আর তার আগে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) জেলা সভাপতির।
গতকাল অসুস্থতার জন্য এসএসকেএমে যান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তারপর হাসপাতাল থেকে ফিরে রাতে তারাপীঠে আসেন। সূত্রের খবর, অনুব্রতর আয়োজন করা মহাযজ্ঞে লাগছে ৩ কুইন্টাল ৩১ কেজি বেলকাঠ, এক হাজার বেলপাতা ও ৬-৭ কেজি ঘি।
এ ছাড়া, দিনভর চণ্ডীপাঠ চলবে। হবে ব্রাহ্মণ ভোজনও। এ দিন তারাপীঠ মন্দির পরিক্রমা করে হরিনাম সংকীর্তনের ১৬টি দল। ছিল মহিলা ঢাকির দলও। সূত্রের খবর,
ঘনিষ্ঠ মহলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, দেশ ও রাজ্যের কল্যাণের জন্যই মহাযজ্ঞের আয়োজন।
উল্লেখ্য, বিধানসভা ভোটের ফল বেরনোর দিন ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে এফআইআর করেন নিহতের বাবা। সেই মামলায় অনুব্রতকে তলব করে সিবিআই। তবে অসুস্থতার কারণ দেখিয়ে প্রথমবার সিবিআই-এর কাছে হাজিরা দেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আজ তাঁকে ফের তলব করে সিবিআই।
আরও পড়ুন: Mamata Banerjee: সরকার গ্যারান্টি দিচ্ছে, ছাত্রদের ঋণ দিতেই হবে, বললেন মুখ্যমন্ত্রী
গতকাল অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। এরপর আজ রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
‘আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। করতে পারবে না কড়া পদক্ষেপও। কেবল অনুব্রতর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই। আর তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে। তাঁকে নতুন করে নোটিস দিতে হবে সিবিআইকে। দুর্গাপুরে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে অনুব্রতকে,’ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
‘অনুব্রতর শারীরিক সমস্যার কথা পুরোটা ঠিক নয়। অনুব্রত দু’রকম কথা বলে হাজিরা এড়াতে চাইছেন,’ দাবি সিবিআইয়ের।