গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বীরভূমে গেল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। শান্তিনিকেতনে বিজেপি সমর্থক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন নির্যাতিতার বাড়িতে যান সিবিআই অফিসাররা। শান্তিনিকেতন থানার পুলিশ সঙ্গে থাকলেও তাদের বাড়িতে ঢোকায় আপত্তি জানায় সিবিআই। এর আগে এদিন শান্তিনিকেতন থানাতেও যান সিবিআই অফিসাররা।


উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে আজ জগদ্দলেও যায় সিবিআই। ভোটের ফলপ্রকাশের দিন আকাশ যাদব নামে এক যুবককে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে আজ জগদ্দলে আকাশ যাদবের বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।


এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কোচবিহার, পূর্ব বর্ধমান, বীরভূমে গিয়েছে সিবিআই টিম। নিহত বিজেপি কর্মী ও তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নতুন করে আরও ৭টি মামলা রুজু করেছে CBI।


ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে CBI টিম। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহে নিহত বিজেপি কর্মীর বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। গত ৩ মে, ভোটের ফল ঘোষণার পরের দিন, বাড়িতে ঢুকে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


ঘটনার পর থেকেই জয়নগরে আত্মীয়ের বাড়িতে রয়েছেন মৃতের স্ত্রী। সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন CBI-এর আধিকারিকরা। এদিনই ডায়মন্ডহারবারের সরিষায় পৌঁছে যায় সিবিআইয়ের অপর একটি টিম। 


গত ২৯ মে, তৃণমূলের পার্টি অফিসের অদূরে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে, বিজেপি কর্মী রাজু সামন্তকে। ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যে এলাকায় মারধরের অভিযোগ উঠেছে, রবিবার সেখানে মাপজোক করেন আধিকারিকরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। 


ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এদিন, হাওড়ার, তিন প্রান্তে, ৫টি পরিবারের সঙ্গে কথা বলেন  তদন্তকারী আধিকারিকরা। ২ মে হাওড়ার বেলগাছিয়ায়, ইটের ঘায়ে বিজেপি কর্মীর স্ত্রীর একটি চোখ নষ্ট হয়ে যায় বলে অভিযোগ ওঠে। 


এ ছাড়া কোনা ও বাঁকড়ার রাজীব পল্লি এলাকায়, মোট ৪টি লুঠপাট ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সেই সব অভিযোগকারী বিজেপি পরিবারের সঙ্গে রবিবার দেখা করেন CBI আধিকারিকরা। উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নতুন করে আরও ৭টি মামলা রুজু করেছে CBI।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার নেওয়ার পর, এনিয়ে মোট ২৮টি মামলা দায়ের হল।