সৌভিক মজুমদার, কলকাতা: ১৫ দিনের মধ্য়ে মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য় দিতে হবে রাজ্য় সরকারকে। বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্য়ুর ঘটনায় এমনই নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি, জুভেনাইল জাস্টিস আইন মেনে কাজ করার জন্য রাজ্যকে পরামর্শ ডিভিশন বেঞ্চের।


বীরভূমের মল্লারপুরে পুলিশি হেফাজতে নাবালকের অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় ১৫ দিনের মধ্য়ে রাজ্য় সরকারকে ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি, নাবালকের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে, জুভেনাইল জাস্টিস আইন মেনে কাজ করার জন্য রাজ্যকে পরামর্শ দিল আদালত। ২০২০ সালের ২৯ শে অক্টোবর 


পুলিশি হেফাজতে নাবালকের অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে বীরভূমের মল্লারপুর। পুলিশ সূত্রে দাবি, একটি চুরির অভিযোগে, ওই বছরই ২০ অক্টোবর, থানায় আনা হয় কিশোরকে। নাবালক হওয়ায় লকআপের বাইরেই বসিয়ে রাখা হয়েছিল। এর মাঝে একসময় শৌচাগারে যায় কিশোর। সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিশোর আত্মঘাতী হয়েছে বলে দাবি পুলিশের।    


যদিও এই দাবি মানতে নারাজ কিশোরের পরিবার। তাঁদের অভিযোগ, থানার ভিতর পিটিয়ে খুন করা হয় নাবালককে। সেই মামলাতেই মঙ্গলবার, রাজ্য় সরকারকে ১৫ দিনের মধ্য়ে ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।