কাঁকড়তলা : বীরভূমের (Birbhum) কাঁকড়তলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা। দশম শ্রেণির ছাত্রীর অভিযোগ, বাবাই তাকে একাধিকবার ধর্ষণ করে। শুক্রবার নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতা। গতকাল বাবাকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। নির্যাতিতাকে পাঠানো হয়েছে বোলপুরের সরকারি হোমে (Home)। 


শান্তিনিকেতনে গণধর্ষণের অভিযোগ-


হাঁসখালি (Hanskhali) থেকে দেগঙ্গা (Deganga), পিংলা (Pingla) থেকে ইংরেজবাজার, কখনও ধর্ষণের অভিযোগ, কখনও বা ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই সম্প্রতি মেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বোলপুরের পর শান্তিনিকেতন থানা এলাকাতেও নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়৷ চড়ক মেলা ছিল ৷ জানা যায়, সেই মেলা থেকে এক নাবালিকাকে অন্ধকার ফাঁকা মাঠে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। এরপরেই ধর্ষণ করা হয় নাবালিকাকে ৷ পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দেয় ৷ খবর পেয়েই বীরভূমের পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি দেবাশিষ পণ্ডিত আসেন ৷ নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। 


আরও পড়ুন ; শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের প্রতিবাদে বোলপুরে রাস্তায় বামেদের ধর্না, প্রতিবাদ


এদিকে শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগের ঘটনাতেও সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। গতকাল নির্যাতিতার গ্রামে যায় বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধি দল। থানায় ডেপুটেশন দেয় বামেদের। যদিও তৃণমূলের বক্তব্য, নাটক করছে বিরোধীরা।


এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে মহিলাদের ওপর নির্যাতন ও শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণকাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে বামেদের বিক্ষোভ। শান্তিনিকেতন থানা থেকে এক কিলোমিটার দূরে বোলপুর-শান্তিনিকেতন রোডের ধারে তৈরি হয়েছে ধর্না মঞ্চ। এদিন সেখানে গিয়ে বিক্ষোভ দেখান নানুরের প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান-সহ বাম নেতা, কর্মীরা। পুরোটাই নাটক, বাম-বিক্ষোভকে কটাক্ষ তৃণমূলের।