ভাস্কর মুখোপাধ্যায়, হিন্দোল দে ও শিবাশিস মৌলিক, বীরভূম:  আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই নানুরে ধর্ষণের অভিযোগ। গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গান পয়েন্টে ধর্ষণের অভিযোগ। ৪ বছরের ছেলের সামনেই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। কাউকে বললে ধর্ষণের ভিডিও ভাইরাল করার হুমকির অভিযোগ। বোলপুর থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার অভিযুক্ত। 


 হাত-পা বেঁধে ধর্ষণের পর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ উঠল বীরভূমের নানুরে। গ্রেফতার করা হল অভিযুক্তকে। মহিলার অভিযোগ, নির্যাতনের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। এমনকী তাঁর শিশুপুত্রকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন মহিলা। ধর্ষণ ও হুমকির অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত।


অন্যদিকে আনন্দপুরে এক মহিলার ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার হল। আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে দেশজুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে। আর এরইমধ্য়ে ফের ভয়ঙ্কর ঘটনা ঘটল। খাস কলকাতার বুকে খুন করে ফেলে দেওয়া হল এক মহিলাকে! বীরভূমে উঠল ধর্ষণের অভিযোগ। ফের প্রশ্নের মুখে সেই নারী নিরাপত্তা। চার বছরের শিশু সন্তানের সামনে হাত-পা বেঁধে ধর্ষণ! সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল করার হুমকি, এমনকী শিশুপুত্রকেও খুনের চেষ্টার ভয়ানক অভিযোগ উঠল বীরভূমের নানুরে। 


কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুরে ঝোপের ধারে উদ্ধার হল এক মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মহিলার মুখের ডান দিক থেঁতলে দেওয়া হয়। পাঁজরের হাড় ভাঙা ছিল। পায়েও মিলেছে আঘাতের চিহ্ন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ৫ বছরের নাতিকে নিয়ে পরিচিত ভিকি সাউয়ের গাড়ি করে তপসিয়ায় গিয়েছিলেন মহিলা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন নারকেলডাঙার বাসিন্দা রেহানা খাতুন।


আরও পড়ুন, 'ব্যর্থ-অপদার্থ',মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের


বুধবার আনন্দপুর থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। এই ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। যার গাড়ি করে মহিলা গেছিলেন, সেই ভিকি সাউ এবং গাড়িচালক ইমতিয়াজ আলিকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে মহিলাকে একাধিকবার কোপানো হয়েছে। সঙ্গে থাকা তাঁর নাতিকেও খুন করে কোথাও ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। সব মিলিয়ে নারী নির্যাতন থামছে না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।