লাভপুর : বারুদের স্তূপে বীরভূম। এবার লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মিলল বোমা। গতকাল রাতে দরবারপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০ মিটার দূরে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। প্লাস্টিকের ড্রামে ২৫-৩০টি বোমা ছিল।


অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই দুষ্কৃতী গোলাম মোস্তাফার বাড়ি। তার পরিবারের দাবি, তাদেরকে ফাঁসানোর জন্যই কেউ বা কারা এখানে বোমা রেখে গিয়েছে। পুলিশ মদতে এই ঘটনা বলে অভিযোগ গোলামের পরিবারের। বেশ কয়েক মাস আগে এই গ্রামেই পুলিশের উপর বোমা মারার অভিযোগ উঠেছিল এই গোলাম মোস্তফার বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয়েছিল।


এই দরবারপুর গ্রামেই ২০১৭ সালে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল।


বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ! এইটুকু সময়ের মধ্য়ে ২ জেলার ৪ জায়গায় উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক! যা দেখে পঞ্চায়েত ভোটের আগে ফের প্রশ্ন জোরাল হচ্ছে, বাংলা কি বারুদের স্তূপে ?


লালমাটির জেলায় ফের উদ্ধার হল বিপুল পরিমাণে জিলেটিন স্টিক-ডিটোনেটর ! নলহাটির মধুপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ২ বস্তা জিলেটিন স্টিক, ৩ হাজার ২০০টি ডিটোনেটর উদ্ধার করল পুলিশ। কিন্তু এত বিস্ফোরক কে বা কারা মজুত করেছিল? উদ্দেশ্য়ই বা কী ? তা এখনও জানা যায়নি। 


এদিকে নলহাটির লস্করপুরেও রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার হয় এক ব্যাগ বোমা। শুক্রবার ভোররাতে নলহাটি থানা পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে। বীরভূমের তারাপীঠের নুরুদ্দিপুরেও ঝোপ থেকে একটি বোমা ভর্তি বালতি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৮ -১০ টি বোমা মিলেছে বালতিতে । 


মুর্শিদাবাদেও মিলেছে বোমা। জঙ্গিপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে বাঁশবাগানে ১২ টি বোমা উদ্ধার করে রঘুনাথগ়ঞ্জ থানার পুলিশ। এগরা, বজবজ, মালদায় বাজি কারখানায় বিস্ফোরণ এবং প্রাণহানির ক্ষত এখনও শুকোয়নি ! তার মধ্য়েই ফের হাওড়ায় উদ্ধার হল প্রচুর পরিমাণে বেআইনি বাজি ও বাজির মশলা। জঙ্গল থেকে জগৎবল্লভপুরে প্রায় এক হাজার কেজি বেআইনি বাজি ও বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ।


জঙ্গল থেকে জগৎবল্লভপুরে প্রায় এক হাজার কেজি বেআইনি বাজি ও বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ। বীরভূম থেকে মুর্শিদাবাদে উদ্ধার বিপুল বিস্ফোরক। হাওড়ায় মিলেছে হাজার কেজি বেআইনি বাজি ও মশলা। এদিকে, উত্তর ২৪ পরগনার বনগাঁয়, বিভিন্ন সময়ে আটক করা ২ কুইন্টাল বেআইনি বাজি নিষ্ক্রিয় করল পুলিশ।