আবীর ইসলাম, পাড়ুই (বীরভূম) : রামপুরহাটে বগটুই হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এবার বীরভূমের (Birbhum) আরও একটি ঘটনায় শোরগোল পড়েছে। এবার ঘটনাস্থল বোলপুর-শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত পাড়ুই (Parui) থানা এলাকা। ডাইনি অপবাদে এক অন্তঃসত্ত্বা-সহ একই পরিবারে আট জনকে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। তাদের ওপর গ্রামের একাংশ চড়াও হয় বলেও অভিযোগ। আতঙ্কে থানায় আশ্রয় নেয় ভুক্তোভোগী ওই পরিবার।
অভিযোগ, বোলপুর-শ্রীনিকেতন ব্লকের আদিবাসী অধ্যুষিত ওই এলাকায় প্রায় দিনই অশুভ কিছু ঘটছে। মৃত মানুষের মাথার খোল রেখে গ্রামকে দূষিত করা হচ্ছে । এর পিছনে অন্তঃসত্ত্বা-সহ ওই পরিবারকে কাঠগড়ায় তোলা হয়। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, এই অভিযোগ তুলে গ্রামের মোড়ল-সহ একাংশ বাসিন্দা ওই পরিবারর ওপর লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হয়। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ।
এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পাড়ুই থানায় আশ্রয় নেয় সংশ্লিষ্ট পরিবারটি । সামগ্রিক ঘটনায় সমস্যায় পড়েন সাত মাসের ওই অন্তঃসত্ত্বা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাড়ুই থানার পুলিশ। গ্রামের মধ্যে বসানো হয়েছে পুলিশি পিকেট । ঘটনার খবর পেয়ে বোলপুর-শ্রীনিকেতন এলাকার বিডিও গ্রামের মানুষকে কাউন্সেলিং করেন ।
গ্রামছাড়া ওই পরিবারের বক্তব্য, আমাদের নামে মিথ্যা বলা হচ্ছে। ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে । বাড়িতে মাথার খোল আছে বলে রটানো হচ্ছে । এই অভিযোগ তুলে লাঠি, বাঁশ নিয়ে ওরা আমাদের উপর চড়াও হল। আতঙ্কিত অবস্থায় থানায় আশ্রয় নিয়েছি। চরম আতঙ্কে ভুগছি আমরা।
যদিও গ্রামের মোড়ল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, কাউকে গ্রামছাড়া করা হয়নি। ওঁরা নিজেরাই গ্রাম থেকে চলে গেছেন । ওঁরা নিজেরাই বলছেন মানুষের মাথার খোল রাখা আছে বাড়িতে । ফলে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। প্রশাসনের লোকজন আমাদের বুঝিয়ে গেছেন ।
বোলপুর-শ্রীনিকেতনের বিডিও জানান, ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে সকলকে কাউন্সেলিং করা হয়েছে।