নান্টু পাল ও আবির ইসলাম, ইলামবাজার : গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আর তাঁর গ্রেফতারির সঙ্গে সঙ্গে গুড়-বাতাসা-নকুলদানা বিলি করতে দেখা গেছে বিরোধীদের। এবার এনিয়ে পাল্টা হুমকি দিতে শোনা গেল ইলামবাজারের তৃণমূল নেতাকে (TMC Leader)। ‘ইলামবাজারে কেউ গুড়-বাতাসা নিয়ে মিছিল করলে পিঠে চড়াম চড়াম পড়বে’, তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের এমনই হুমকি-র ভিডিও এখন ভাইরাল।
কী হুমকি তৃণমূল নেতার ?
কেউ হুমকি দিলেন...বিরোধীদের মাজা ভেঙে দেওয়া হবে। কারও মুখে আবার শোনা গেল...গুড়-বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম ডাক বাজবে। ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দুলাল রায় বললেন, যদি ইলামবাজারের দিকে কেউ কুচুর-কুচুর করে, যদি কেউ গুড়-বাতাসা বিলি করতে চায়, তাহলে তাদের পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজবে।
আরও পড়ুন ; 'দলের মনোভাব কী ?' চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চাইলেন অনুব্রত
এ যেন একেবারে গুরুর কথা শিষ্যের মুখে। গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে CBI। এই প্রেক্ষাপটে শুক্রবার বীরভূমের বিভিন্ন জায়গায় পথে নামেন তৃণমূলের নেতা-কর্মীরা। রামপুরহাটে প্রতিবাদ মিছিলের শেষে মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। তিনি বলেন, যত অনুব্রত মণ্ডলদের গ্রেফতার করবেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা তত বেশি রাস্তায় নামবে। কয়েকটা নেংটি ইঁদুর, কাল দেখছিলাম, টিভির সামনে...পরিষ্কারভাবে বলছি, তৃণমূল কংগ্রেস কর্মীরা মরে যায়নি।
অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর, তাঁকে কটাক্ষ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাতাসা-নকুলদানা বিলি করেছে বিরোধীরা। যা নিয়ে ইলামবাজারে, বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা গেল ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদককে। পরে অবশ্য তার সাফাইও দিয়েছেন তিনি। বলেছেন, গুড়-বাতাসা কখন দেয়? যখন বৈশাখ মাসে প্রখর রোদ থাকে, তখন মানুষ ধর্ম করার জন্য গুড়ের বাতাসা দিয়ে আপ্যায়ন করে। এখন বৃষ্টি পড়ছে, তাহলে এখন গুড়-বাতাসা বিলির কারণ কী?
এদিকে এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোলপুর বিজেপির সহ সভাপতি কাঞ্চন ঘোষ বলেন, দেখা যাক ইলামবাজারে তো গুড়-বাতাসা বিলি হবেই। দেখা যাক, কে কার পিঠে চড়াম চড়াম করে।
এনিয়ে বীরভূমে সিপিএমের সম্পাদক গৌতম ঘোষ বলেন, আত্মরক্ষার জন্য বলছে। সাপ যখন কামড়ায়, আত্মরক্ষার জন্য কামড়ায়। কারণ ও সব থেকে ভয় পেয়েছে।
গুড়-বাতাসা, নকুল দানা থেকে চড়াম চড়াম ঢাক। আবার কখনও কব্জি কেটে নেওয়ার হুঁশিয়ারি। মুখ খুলে বারবার বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এখন CBI হেফাজতে। কিন্তু তাঁর অনুগামীদের মুখে মুখে ঘুরছে চড়াম চড়াম, মাজা ভেঙে দেওয়ার হুমকি।