এরশাদ আলম, বীরভূম: পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে আজ সিউড়িতে খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে কিতকিত এবং ল্যাংচা খেলায় মাতলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। পাড়ায় শিক্ষালয় শুরু বীরভূমের সিউড়িতে। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাঠে চলছে সিউড়ি হরনাথ মন্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। খেলা, পড়া, পিটি সবই। উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়। সিউড়িতে খোলা আকাশের নিচে গাছ তলায় শুরু হল ক্লাস। দীর্ঘদিন পরে পড়াশুনা শুরু করতে পেরে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। বীরভূমের জেলা শাসক বিধান রায় জানান, ''এই কর্মসূচিতে যোগদান করতে পেরে ছাত্রদের সঙ্গে খেলতে পেরে আমার খুব ভালো লেগেছে।'' আজ বীরভূমের ৫৪০০ বিদ্যালয়ের ২ লক্ষ ৭২ হাজার হাজার ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নেয়। এছাড়া প্রায় ১১ হাজার শিক্ষক শিক্ষিকা এই কর্মসূচিতে যোগদান করেছেন। এই আশ্রম পরিবেশে পড়াশোনা বীরভূমে নতুন নয়, রবি ঠাকুরের সময় থেকেই চলে আসছে এই কর্মসূচি।


আজ থেকেই  শুরু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। কীভাবে ক্লাস হবে? সে বিষয়ে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'শিশুরা যারা এখনও ডোজ নেয়নি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। সেখানে তাঁদের পাড়ায় পাড়ায় শিক্ষালয় করতে হবে। বৃষ্টির দিনে করা যাবে না। বৃষ্টির দিনগুলি দেখে নিতে হবে। বড় জায়গা থাকলে ভাল। বড় জায়গা না থাকলে গাছের তলায় পাড়ায় পাড়ায় শিক্ষালয় হবে। কিন্তু সেটা বৃষ্টির দিনে নয়। হঠাৎ ঝড় জলে বাজ পড়ে কেউ মারা গেল, সেটা যেন না হয়। সেটা শিক্ষকদের দেখে নিতে হবে।’ 


মমতার কথায়, এলাকা অনুযায়ী সেই ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, 'সরস্বতী পুজোর পর আইসিডিএস সেন্টারগুলি পাড়ায় পাড়ায় খুলতে শুরু করুক। মিড ডে মিল বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পাড়ায় পাড়ায় শিক্ষালয় করলে ওরা মিড ডে মিলটাও পেয়ে যাবে।’ সোমবার থেকেই শুরু হল পাড়ায় শিক্ষালয়।