গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বিশ্বভারতী কর্তৃপক্ষের সাড়া না মেলায় বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলা (Bolpur Poush Mela) করছে বাংলা সংস্কৃতি মঞ্চ৷ আজ এ নিয়ে বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে একটি বৈঠক করেন মেলা কমিটি ও আধিকারিকেরা। মেলার নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয় এদিন।


বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলার আয়োজন করেছে বাংলা সংস্কৃতি মঞ্চ। সেই মেলায় সহযোগিতা করছে বোলপুর পৌরসভা ও ব্যবসায়ী সমিতি। এ দিন পৌরসভার পক্ষ থেকে মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন বোর্ড সদস্যা পর্ণা ঘোষ-সহ অন্যান্য আধিকারিকেরা। এ বছর পাশাপাশি দুটি মাঠে বসছে মেলা। জানা গিয়েছে, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০০ স্টলটি থাকবে মেলায়, থাকছে নাগরদোলা। 


এ ছাড়া, বাংলা সংস্কৃতি মঞ্চের তরফে প্রায় ২০০ ভলেন্টিয়ার সুষ্ঠভাবে মেলা পরিচালনার দায়িত্বে থাকবে। মেলায় জল, আলো, ডাস্টবিন পরিষেবা দেবে বোলপুর পৌরসভা। নিরাপত্তার দায়িত্বে থাকছে বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ, সিভিক ভলিন্টিয়াররা। বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা৷ 


এ দিন, বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনের বৈঠকে ছিলেন, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুরে এসডিপিও অভিষেক রায়, মেলা কমিটির পক্ষে মনীষা বন্দ্যোপাধ্যায়, পৌরসভা সদস্য , ব্যবসায়ী সমিতির পক্ষে সুনীল সিং, সুব্রত ভকত সহ অন্যান্যরা।


এ প্রসঙ্গে মহকুমা শাসক অয়ন নাথ বলেন, 'কোভিড প্রোটোকল মেনে মেলা করা হচ্ছে। সেই নিয়েই দীর্ঘ আলোচনা হল। জল, আলো, দূষণ প্রভৃতি বিষয়ে কথা হল। সুষ্ঠভাবেই হবে এই মেলা।' বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, 'নিরাপত্তা বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পুলিশ, সিভিক ভলিন্টিয়ার থাকছে৷ সিসিটিভি বসানো হবে৷"


ঐতিহ্যবাহী পৌষমেলা (Bolpur Poush Mela) থেকে কার্যত হাত তুলে নিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati)। কিন্তু বোলপুর সর্বোপরি বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত পৌষমেলাকে বাঁচিয়ে রাখতে এ বার তৎপর হল বাংলা সংস্কৃতি মঞ্চ (Bangla Sanskriti Mancha) । বোলপুর (Bolpur) ডাকবাংলোর মাঠে বিকল্প পৌষমেলার আয়োজন করতে চলেছে তারা। 



কোভিডের জন্য ২০২০ সালে বন্ধ ছিল পৌষমেলা। আগের থেকে পরিস্থিতিতি শুধরে যাওয়ায় এ বছর দুর্গাপুজো, কালীপুর হয়েছে বলে পৌষমেলা নিয়েও উদ্গ্রীব ছিলেন শান্তিনিকেতনপ্রেমীরা। কিন্তু দু’মাস আগে পর্যন্ত প্রস্তুতি শুরু হতে না দেখে সন্দেহ জাগে। বিশ্বভারতী এ নিয়ে কোনও উচ্চবাচ্য না করায়, শেষ পর্যন্ত বিকল্প মেলার আয়োজনে উদ্যোগী হয় বাংলা সংস্কৃতি মঞ্চ৷ 



বিকল্প মেলার জন্য বাংলা সংস্কৃতি মঞ্চকে সহযোগিতা করছে বোলপুর ব্যবসায়ী সমিতি এবং পুরসভা। মেলার জন্য ইতিমধ্যে জেলা পিরষদের কাছ থেকে অনুমতিও জোগাড় করে নিয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ। মঙ্গলবার ব্যবসায়ী সমিতির সঙ্গে ডাকবাংলো মাঠ ঘুরে দেখেন সংগঠনের সদস্যরা।  তাঁরা জানিয়েছেন, শান্তিনিকেতনে যে ভাবে পৌষমেলা হয়, একই ভাবে ২৩ ডিসেম্বর থেকে ডাকবাংলো মাঠে মেলা বসবে।