ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) মুখে বীরভূমের সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায় (Satabdi Roy)। গতকাল সাঁইথিয়া (Saithiya) ব্লকের হাতোড়া গ্রামে যান বীরভূমের (Birbhum) তৃণমূল সাংসদ। স্থানীয় মহিলারা সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ করেন শতাব্দীর কাছে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তৃণমূল সাংসদ। জন বিপ্লবের এটা প্রথম ধাপ, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সরকারি প্রকল্পে বাড়ি, শৌচালয়, পানীয়জল-সহ বিভিন্ন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা। শনিবার বীরভূমের সাঁইথিয়ার হাতোড়া ১ নম্বর সংসদে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন শতাব্দী।
সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলি-সহ স্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীদের একাংশ! অভিযোগ ওঠে, সরকারি প্রকল্পে অনেকেই বাড়ি পাননি। কিন্তু যাঁরা পেয়েছেন দু’বার করে পেয়েছেন! আবার কোনও গ্রামবাসী অভিযোগ তুললেন, শৌচালয় তৈরি নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কাজের কাজ হয়নি!
গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন বীরভূমের তৃণমূল সাংসদ। বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়ের কথায়, এখনও বাড়ি পায়নি যারা পেয়ে যাবেন। বেশিরভাগ মানুষই পেয়েছেন। দুয়ারে সরকার কর্মসূচি সেইজন্যই করা হয়েছে। যাতে সবাই পান।
গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী রায় (Satabdi Roy)। সাংসদকে কাছে পেয়ে না পাওয়ার অভিযোগ। সমস্যা সমাধানের আশ্বাস শতাব্দী রায়ের । এই ঘটনায় বিজেপির কটাক্ষ, যেখানেই যাবে, বিক্ষোভের মুখে পড়বে। অন্যদিকে, এ প্রসঙ্গে, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) মন্তব্য তৃণমূল রাজত্বে ক্ষোভের বহিঃপ্রকাশ।
বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার কথায়,যেখানেই ওরা যাবে, সেখানেই বিক্ষোভের মখে পড়বে। কারণ মানুষের জন্য কাজ করেনি। দুর্নীতি করেছে স্বজনপোষণ করেছে। এর আগে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অভাব-অভিযোগের কথা বলেছিলেন জঙ্গলমহলের কুচাবনির বাসিন্দারা।
শনিবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদায় গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ (Satabdi Roy)।
আরও পড়ুন: Satabdi Roy: 'শুভ লক্ষণ', শতাব্দীকে ঘিরে সাঁইথিয়ায় বিক্ষোভ ইস্যুতে প্রতিক্রিয়া রাহুল-সুজনের