আবীর দত্ত ও প্রকাশ সিনহা, রামপুরহাট (বীরভূম) : রামপুরহাট হত্যাকাণ্ডের (rampurhat violence) তদন্তে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির (3D laser scanning technology) ব্যবহার। এর সাহায্যে ক্রাইম সিনের (crime scene) একটি 3D মডেল তৈরি করা যায়। এর ফলে ঘটনাস্থল পরিদর্শন না করেও, ভার্চুয়ালি অপরাধের জায়গায় পৌঁছে তদন্ত করা যায়।


হাইকোর্টের নির্দেশের পর, রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে CBI। ঘটনার দিন কি কোনও দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছিল? না কি বাইরে থেকে বোমা মারায় ঘরে আগুন ধরে গেছিল? ঘরের ভিতরে থাকা সবাইকে কি জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল? রামপুরহাটণ্ডের তদন্তে এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন CBI’এর গোয়েন্দারা। এই তদন্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। 3D লেজার স্ক্যানিং।


কী এই থ্রি ডি লেজার স্ক্যানার?


এই স্ক্যানারের মাধ্যমে প্রথমে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ ছবি তোলা হয়। 3D স্ক্যানার ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারে। কোন বস্তু কত দূরে রয়েছে? ঘটনাস্থলে ঢোকা ও বেরনোর রাস্তা কোথায় আছে? তা মাপজোক করা হয়। এরপর সেই ছবি থেকে তৈরি করা হয় ক্রাইম সিনের একটি 3D মডেল। ঘটনাস্থল পরিদর্শন না করেও এই মডেলের মাধ্যমে ভার্চুয়ালি অপরাধের জায়গায় পৌঁছে তদন্ত করা যায়।


আগে ব্যবহার


এর আগে ধানবাদে অটোর ধাক্কায় বিচারকের মৃত্যু, দিল্লির করোলবাগের হোটেলে অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু, দিল্লির ফিল্মিস্তান বাজারে আগুনে ৪৩ জনের মৃত্যুর তদন্তেও এই 3D স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।


আরও পড়ুন- 'ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র' বিস্ফোরক দাবি রামপুরহাট কাণ্ডে গ্রেফতার আনারুলের


এদিকে, রামপুরহাট হত্যাকাণ্ড (Rampurhat Violence) নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, যেমন সুচপুরের ঘটনায় সিপিএম (cpim) শেষ হয়েছে, রামপুরহাটের ঘটনায় তৃণমূল শেষ হবে’। আক্রমণ শানিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘মারল তৃণমূল, মরল তৃণমূল, জেলেও গেল তৃণমূল, মুখ্যমন্ত্রী এসে টাকা বিলি করলেন। মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে কেস সাজাতে। আজ বলা হচ্ছে আনারুল পুলিশকে যেতে দেয়নি। এমন আনারুল রাজ্যজুড়ে ছড়িয়ে আছে’। রামপুরহাট কাণ্ড নিয়ে ‘১১ এপ্রিল জেলাশাসকের অফিস অভিযান করবে বিজেপি, বলেও জানান শুভেন্দু অধিকারী।