ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রাধাগোবিন্দ মন্দিরের তালা ভেঙে ২ লক্ষ টাকার বেশি চুরির (Temple Theft) খবরে হইচই সাঁইথিয়ায় ( Sainthia Of Birbhum) । চুরির ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। 


কী ঘটেছিল? 
সাঁইথিয়া থানার বাহিরা গ্রামের বিখ্যাত রাধাগোবিন্দ মন্দিরে গত কাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। মন্দিরের প্রণামী বাক্সে থাকা ২ লক্ষ টাকারও বেশি চুরি হয়ে যায় বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার ভোরে চুরির বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রামের মানুষ রাস্তা অবরোধের উদ্যোগ নিলে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্ত করে দোষীদের ধরার আশ্বাস দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও অবরোধ ওঠেনি। মন্দির কর্তৃপক্ষের তরফে নারায়ণচন্দ্র দাস বৈরাগ্য জানান, সেখানে একাধিক সিসিটিভি রয়েছে। কিন্তু কিছু জায়গায় সিসিটিভি কাজ করে না। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, সেই এলাকা দিয়েই ঢুকেছিল চোর। তার পর মন্দিরের তালা ভেঙে চুরি করে। কিন্তু অন্য সিসিটিভিতে সেই চুরির ছবি ধরা পড়েছে। 


প্রায়ই চুরি মন্দিরে...
গত মে মাসে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। মন্দির থেকে প্রায় ৩ লক্ষ টাকার গয়না চুরি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। শ্যামসুন্দরজিউ ও রাধাকৃষ্ণ মন্দিরের তালা ভেঙে ঠাকুরের সব গয়না লুঠ করে নিয়ে যায়। তঁরুয়া মজুমদার বাড়ির প্রায় চারশো বছরের পুরনো এই রাধাকৃষ্ণ মন্দির। স্থানীয় সূত্রে খবর, চোর চুরি করে পালানোর সময় ঘুম থেকে উঠে পড়েন বেশ কয়েকজন। বুঝতে পেরে চম্পট দেয় চোর। মন্দিরের রাধাকৃষ্ণের গলার হার, গয়না চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অন্যদিকে, লক্ষ্মী নারায়ণ অধিকারীর বাড়ির শ্যামসুন্দরের মন্দিরের রুপোর গয়না, পদক, সহ অন্যান্য গয়না চুরি হয় হয় সেদিনই। মন্দিরের ভেতরে থাকা একটি আলমারি ভাঙার সময়, আওয়াজে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। বুঝতে পেরে পালিয়ে যায় চোর।লক্ষীনারায়ণ অধিকারী বলেছিলেন, “আমাদের এক প্রতিবেশী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন মন্দিরের ভিতরে আলো জ্বলছে। চারিদিকে অন্ধকার থাকলেও কেউ কিছু করছে। তখন লোকজন দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় ডাকাডাকি করে আমাদের বাড়িতে। আমরা উঠে পড়া/ চোরেরা চম্পট দেয়। তারপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গোটা ঘটনার তদন্ত করে। স্বরূপ কুমার মজুমদার বলেছিলেন, “মন্দিরে গিয়ে দেখি তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। একাধিক ইন্টারলক ভেঙে হয়েছে। দু’লক্ষ টাকার গয়না চুরি হয়ে গিয়েছে।’’ 


আরও পড়ুন:হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, তুমুল বিক্ষোভে অন্য ট্রেনে যাত্রীদের নিয়ে যাত্রা