সুমন ঘড়াই, কলকাতা:  বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।  মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি বৈঠকে বসেন। সূত্রের খবর, কীভাবে ঘটনা ঘটল, স্থানীয় প্রশাসনের কতটা তত্‍পরতা ছিল, এ সব নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়।


তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট। তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মোট ১০ জনের দেহ উদ্ধার হয়েছে, জানাল দমকল। থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট। ‘দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে’, জানালেন বীরভূমের পুলিশ সুপার। উপপ্রধান খুনের পরেই তাঁর অনুগামীদের এলাকায় তাণ্ডব, দাবি স্থানীয় সূত্রের। ‘বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১০ জনের’, দাবি স্থানীয় সূত্রে।                                    


আরও পড়ুন, রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুনে দুষ্কৃতীদের চিনতে পেরেছেন প্রত্যক্ষদর্শীরা


এদিকে, বীরভূমের রামপুরহাট আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। রামপুরহাট মেডিক্যাল কলেজ সূত্রে এই দাবি করা হয়েছে।  হাসপাতাল সূত্রে দাবি, মৃত ৯ জনের মধ্যে রয়েছে ২ শিশু, ৬ মহিলা ও এক পুরুষ। গতকাল রাতেই অগ্নিদগ্ধ অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে এক মহিলার রাতেই মৃত্যু হয়। বাকিদের দফায় দফায় আনা হয় হাসপাতালে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় এখনও চার জন চিকিত্‍সাধীন বলে হাসপাতাল সূত্রে দাবি।    


অন্যদিকে, বীরভূমের বকটুই গ্রামের ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ বিজেপির। অবিলম্বে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি। মামলা দায়েরের অনুমতি আদালতের। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।  এমনটাই পুলিশ সূত্রে দাবি। এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় গ্রামে।