Rampurhat Violence : ''আশা করি বাংলার সরকার দোষীদের শাস্তি দেবে'', বগটুই হত্যালীলা সরব নরেন্দ্র মোদি

Birbhum News Live : বকটুইয়ে হত্যালীলায় নির্দিষ্ট কিছু বাড়ি বেছে আগুন লাগানোর অভিযোগ। তদন্তে সিট, ঘটনাস্থলে ফরেন্সিক

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Mar 2022 06:41 PM

প্রেক্ষাপট

Rampurhat News Live :  রামপুরহাটের বকটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? আগুনে পোড়া বাড়িগুলির অবস্থান তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ...More

Rampurhat Violence Live : SIT’এর প্রধান ADG-CID জ্ঞানবন্ত সিংহ পরিদর্শন করেন

বুধবার, SIT’এর প্রধান ADG-CID জ্ঞানবন্ত সিংহ বিশেষ তদন্তকারী দলের অন্য সদস্য ও তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন।