নান্টু পাল, বীরভূম: প্রতি বছরের পর এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো (Kalipujo) হল তারাপীঠে (Tarapith)। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা সেই সময় দক্ষিণেশ্বর.. তারাপীঠ মন্দিরে মহাসমারোহে দেবীর আরাধনা চলে। বিশ্বাস, এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী। তাই এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো।                     


ফলহারিণী আমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভিড় ও ছিল চোখে পড়ার মতো। দূর-দূরান্ত থেকে পুজো দিতে আসেন পুণ্যার্থীরা। দুপুর ২টোয় অমাবস্যা লেগে যায়। ফলহারিণী অমাবস্যায় তারা মাকে ফল নিবেদন করেন ভক্তরা।                          


কথিত আছে, যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল একবছর খাওয়া নিষেধ। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। তারা মাকে দু’বার ভোগ নিবেদন করা হয়। রাতে মাকে নিবেদন করা হয় খিচুড়ি, পাঁঠার মাংসের ভোগ। পুজো দেখতে গভীর রাত পর্যন্ত মন্দির চত্বরে ভক্তদের ভিড়। 


আরও পড়ুন, আরও ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা


অন্যদিকে, রবিবার দিনভর দক্ষিণেশ্বরে ছিল বিশেষ পুজোর আয়োজন।  সন্ধেয় হয় বিশেষ আরতি। রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট। তারপর শুরু হয় পুজো। রাতভর চলে পুজো পাঠ। এই বিশেষ দিনে, সকাল থেকেই ভক্তের ঢল নামে দক্ষিণেশ্বর মন্দিরে। কথিত আছে, ফলহারিণী কালীপুজোয়, সারদা মা-কে দেবী জ্ঞানে ষোড়শ উপচারে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহসংদেব। 


তাই ফলহারিণী কালীপুজোর পাশাপাশি, সেই রীতি মেনে এদিন রামকৃষ্ণের শয়নকক্ষে মা সারদার পুজোও হয়।