বীরভূম: আজ ফলহারিণী অমাবস্যা। এই উপলক্ষে তারাপীঠে ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। সকাল থেকেই মন্দির চত্বরে সুবিশাল লাইন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয়।   


মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। আজ দুপুর ২টোয় অমাবস্যা লাগবে। তাই আগে থেকেই চলছে পুজো প্রস্তুতি। 


কথিত আছে, ফলহারিণী অমাবস্যায় মাকে ফল নিবেদন করেন ভক্তরা। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল একবছর খাওয়া নিষেধ। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। তারা মাকে দু’বার ভোগ নিবেদন করা হয়। রাতে মাকে নিবেদন করা হয় খিচুড়ি, পাঁঠার মাংসের ভোগ। 


জানা যায়, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রীমা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণমঠ ও আশ্রমে এই পুজো 'ষোড়শী' পুজো নামে পরিচিত। এছাড়া ১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণরূপের পুজো করেছিলেন। সে জন্যে এইদিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ।  আজ বেলুড় মঠেও রাতে ফলহারিণী কালীপুজো হবে।            


আরও পড়ুন, আজ ফলহারিণী অমাবস্যা, কোন উপাচারে পুজো করলে ইচ্ছেপূরণ?আজ ফলহারিণী অমাবস্যা, কোন উপাচারে পুজো করলে ইচ্ছেপূরণ? 


ফলহারিণী অমাবস্যা থাকবে  রবিবার ২:২৫ থেকে সোমবার দুপুর ৩:৪৮ পর্যন্ত। পুরোহিতরা রবিবারই সমস্ত উপাচার করার পরামর্শ দিয়েছেন। একই দিনে শনি জয়ন্তী পড়ছে। তাই সন্ধেবেলা কালো তিল আর সরষের তেলে প্রদীপ জ্বালিয়ে শনি মন্দিরে পুজো দেওয়ারও পরামর্শ দিয়েছেন অনেকেই। মনে করা হয় এতে সাধারণের মঙ্গল সাধন হয়।