রঞ্জিত সাউ, কলকাতা: প্রাণহানির আশঙ্কায় এবার CBI-এর দ্বারস্থ হলেন ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। গত শনিবার সিবিআইয়ের খাতায় ফেরার ২ অভিযুক্ত খুনের চেষ্টা করে বলে অভিযোগ বিশ্বজিৎ সরকারের। নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হলেন তিনি।
CBI-এর দ্বারস্থ নিহত বিজেপি কর্মীর দাদা: দু বছর আগে ভাইকে হারিয়েছেন এখন প্রাণহানির আশঙ্কায় ভুগছেন দাদা।নিরাপত্তার দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে CBI দফতরে হাজির হলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।মঙ্গলবার থেকে অভিজিৎ সরকার হত্যা মামলার সাক্ষ্যদান শুরু হবে।তার আগে ওই হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী, নিহতের দাদাকে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হল। অভিজিতের দাদার অভিযোগ, শনিবার তাঁর ওপর চড়াও হয়ে প্রাণে মারার চেষ্টা করে ভাইয়ের খুনে ফেরার ২ অভিযুক্ত। বেধড়ক মারধরের পাশাপাশি, ক্ষুর দিয়ে গলার নলি কাটারও চেষ্টা করে হামলাকারীরা। ১৬ তারিখ, হামলার রাতেই নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ সরকার। এবার ঘটনার কথা জানিয়ে CBI-এরও দ্বারস্থ হলেন তিনি। নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার বলেন, “CBI কাছে যারা পলাতক আসামি অরুণ দে এবং নাড়ু যাদের নামে পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করা আছে তারা আমার বাড়ির সামনে এসে আমাকে মারধর করছে। আমাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব CBI-এর। আমার জীবনে সুরক্ষা কোথায়? কী ব্যবস্থা নিচ্ছে CBI?’’
২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি, লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি CBI। অভিযোগ, এরপর থেকে একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছে নিহত বিজেপি কর্মীর দাদাকে। পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্বজিৎ সরকার। এরপরই ২৭ ফেব্রুয়ারি, তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু, হাইকোর্ট নির্দেশ দিলেও তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ নিহতের দাদার। বিশ্বজিৎ সরকার বলেন, “মহামান্য কলকাতা হাইকোর্ট CBI-কে বলেছিলেন, আমার জন্য CRPF এর ব্যবস্থা করতে। আমি মারা যাওয়ার পর CRPF আসবে? তাহলে আমার সাক্ষীর কী হবে?’’
আরও পড়ুন: Medinipur Weather: আংশিক মেঘলা আকাশ, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি দুই মেদিনীপুরে