অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জ্বালিয়ে দেওয়া হল মোটরবাইক। শাসকদলের দাবি, গ্রাম পঞ্চায়েত দখল করার পর থেকেই বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। অশান্তির দায় পাল্টা তৃণমূলের ঘাড়ে চাপিয়েছে গেরুয়া শিবির


কী জানা গেল?
পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার মাসদুয়েক পরেও আলিপুরদুয়ারে অব্যাহত সন্ত্রাস। এবার আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সাফিউল মিয়া। তিনি আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার পথে, সাহেবপোতা এলাকায় মোটরবাইক থামিয়ে তৃণমূল নেতার ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষকৃতীরা। বন্দুকের বাঁট দিয়ে মারার পাশাপাশি, লাঠি-রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। আক্রান্তের অভিযোগ, 'আমাকে হাত দেখিয়েছে...গাড়িটা স্লো করতেই মারল...সবার হাতে অস্ত্র ছিল...বনদুকের গোড়া দিয়ে এই জায়গাটা মারছে+ভোটের তিনদিন আগেও আমাকে অ্যাটাক করেছিল।' পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। ১৩টি আসনের মধ্যে বিজেপি ৭টি আসনে জিতেছে। তৃণমূল ৫টি এবং সিপিএম পেয়েছে ১টি আসন। বোর্ড গঠন করেছে বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ওপর হামলার অভিযোগ নিয়ে বিজেপিকে নিশানা করেছে শাসকদল। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা মনোরঞ্জন দে-র মতে, 'বিজেপির হার্মাদ বাহিনী গন্ডগোলে বিশ্বাসী...উন্নয়ন দেখতে পারে না...মানুষকে মারো।' বিজেপি কোনও অভিযোগ মানেনি। তাদের দাবি, এটা পুরোপুরি তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সন্ত্রাস করলে বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ দখল করত, আরও দাবি তাদের। এই ঘটনায় আলিপুরদুয়ার থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা।

অভিযোগ তৃণমূল কাউন্সিলরের... 
এদিন রাজ্যের দক্ষিণ প্রান্তেও আক্রান্ত হতে হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। সেখানে পুরসভার রাস্তা তৈরিতে তোলাবাজির অভিযোগ পেয়ে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলেরই কাউন্সিলর।  অভিযোগ ঘিরে হইচই কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরিকে ঘিরে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা আক্রমণ করেছে সিপিএম। গত ২৮ অগাস্ট, কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগানে রাস্তা তৈরির কাজ চলছিল।অভিযোগ, রাস্তার কাজ চলাকালীন ঠিকাদারের থেকে ২ লক্ষ টাকা তোলা চায় কয়েকজন দুষ্কৃতী। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহেদি ইমামের কাছে অভিযোগ জানান ওই ঠিকাদার। তাঁর দাবি, সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে, তোলা চাওয়ার প্রতিবাদ করেন কাউন্সিলর।অভিযোগ, এরপরই নিগ্রহের শিকার হতে হয় তাঁকে। এই ঘটনায় কামারহাটি থানায় এফআইআর দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।   


আরও পড়ুন:এবছরই মহকুমা ধূপগুড়ি, প্রচারে ঘোষণা অভিষেকের, আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশনে BJP