সমীরণ পাল, কামারহাটি: পুরসভার রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ। আর সেই অভিযোগ পেয়ে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হতে হল তৃণমূলেরই কাউন্সিলরকে। এমনই অভিযোগ উঠেছে কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরিকে ঘিরে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা আক্রমণ করেছে সিপিএম।                         


রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ: তৈরি হচ্ছিল পুরসভার রাস্তা। আর সেখানেই উঠল তোলাবাজির অভিযোগ। সমস্যার কথা জেনে, ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে, আক্রান্ত হতে হল খোদ তৃণমূলেরই কাউন্সিলরকেই। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধেও উঠছে দুর্নীতির অভিযোগ।                                  


২৮ অগাস্ট, কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগানে রাস্তা তৈরির কাজ চলছিল।অভিযোগ, রাস্তার কাজ চলাকালীন ঠিকাদারের থেকে ২ লক্ষ টাকা তোলা চায় কয়েকজন দুষ্কৃতী। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহেদি ইমামের কাছে অভিযোগ জানান ওই ঠিকাদার। তাঁর দাবি, সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে, তোলা চাওয়ার প্রতিবাদ করেন কাউন্সিলর।অভিযোগ, এরপরই নিগ্রহের শিকার হতে হয় তাঁকে। এই ঘটনায় কামারহাটি থানায় এফআইআর দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।                                                   


এদিকে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে তৃণমূল শিবিরে ধাক্কা। বিজেপিতে যোগ দিলেন শাসকদলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়। নির্বাচনী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরানোর ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল। সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা নিলেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়। গতকাল অভিষেকের সভায় তৃণমূলে যোগ দেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক। ২০১৬-য় তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন মিতালি রায়। ২০২১-এর ভোটে তিনি বিজেপির বিষ্ণুপদ রায়ের কাছে পরাজিত হন। এবার উপনির্বাচনে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন মিতালি। তাঁর গোঁসা ভাঙাতে ময়দানে নামেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীর সঙ্গে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করার পর, গতকাল অভিষেকের সভাতেও হাজির ছিলেন মিতালি। তারপরই দলবদল। 


আরও পড়ুন: Purulia News: ফের বজ্রাঘাতে গেল প্রাণ, মৃত তিন, আহত এক