পূর্ব মেদিনীপুর:  বিজেপি ডাকা বাংলা বনধ সফল করতে নন্দীগ্রামের রাস্তায় নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্লোগান দিতে দিতে এদিন শুভেন্দু বলেন, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ছাত্রদের উপর লাঠি চলল কেন ? মমতা জবাব দাও। টিয়ার গ্যাসের শেল ছুড়লে কেন, মমতা জবাব দাও। প্রতিবাদী জনতাকে কেন গ্রেফতার করা হল, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইলেন বিরোধী দলনেতা। আরজিকরের ধর্ষকদের ফাঁসি চাই, বলে এদিন তিনি ফের দাবি জানিয়েছেন।


'ছাত্রদের উপর লাঠি চলল কেন ? মমতা জবাব দাও'


অপরদিকে, ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের মধ্যেই ভাটপাড়ায় গুলি, এলাকায় উত্তেজনা। এক ব্যক্তির কানে গুলি লেগেছে। ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাতেও মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, 'ভাটপাড়াতে গুলি চলল কেন, মমতা জবাব দাও।' এরপরেই ফের স্লোগান তুললেন , 'জনতা রাজপথে , তৃণমূল হুঁশিয়ার।'


'ছাত্র সমাজে'র নবান্ন অভিযানে ধুন্ধুমার


মূলত গতকাল আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে 'ছাত্র সমাজে'র নবান্ন অভিযানে ধুন্ধুমার বাধে।ঝরে রক্ত। ফাটে মাথা।জ্বলে আগুন।মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ। লাঠিচার্জ করা হয়। এরপরেই গতকাল বারো ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি।  উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় রাষ্ট্রপতি শাসনের কথা। 


'আমি চাইব..'


শুভেন্দু  বলেন,'আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দফতর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ উত্তেজিত, তিনি পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে এই গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে জনগণ নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে, সুশাসন প্রতিষ্ঠা হোক ।'


আরও পড়ুন, ভাটপাড়ায় গুলি কাণ্ডে বিস্ফোরক অর্জুন,' ৭০ মিটার দূরে ছিলেন ACP, পথ জুড়ে পৌরসভার জেটিং মেশিন, যাতে গাড়িটা দাঁড়িয়ে যায়..'


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।