সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধের মধ্যেই চলল গুলি। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ঝরল রক্ত। সাত সকালে এই ঘটনায়  এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। সূত্রের খবর, এক ব্যক্তির কানে গুলি লেগেছে । ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির কাছেই। 


ঘটনার পরি হাসপাতালে পৌঁছে যান অর্জুন সিংহ। ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের মধ্যে ভাটপাড়ায় কেন চলল গুলি?  প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, '৭০ মিটার পাশেই ছিল এসিপি। অপরাধ সংগঠিত করেছে এসিপি। যারা গুলি চালিয়েছে, তারা সোমনাথ শ্যামের অনুগামী।' অর্জুনের দাবি, পুলিশ আর তৃণমূল মিলে কাজ করেছে। প্রিয়াঙ্কু পাণ্ডে কে খুনের ছক ছিল। ট্রাম্পকে যেভাবে গুলি চালানো হয়েছইল সেরকমই হয়েছে।


অর্জুনের দাবি, গুলিতে আহত হয়েছেন দুজন। তারা বিজেপি কর্মী। তাঁরা একটি মিছিলে যোগ দিতে আসছিলেন। তখনই চলে গুলি। সাত রাউন্ড গুলি চলে। সঙ্গে ছোড়া হয় বোমাও। প্রাক্তন সাংসদের দাবি, গুলিবিদ্ধ যুবকের রক্তবমি হচ্ছে, অবস্থা আশঙ্কাজনক। 


অন্যদিকে অর্জুনের বিরোধী পক্ষ বলে পরিচিত সোমনাথ সোমের দাবি, 'গুলি চলেনি। বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই অপপ্রচার। ২০১৯ সালে অর্জুনের তাণ্ডবের সময়ের ছবি।' তৃণমূলের দাবি,'কোনওরকম গুলি চলেনি। কোনওকিছু হয়নি। একটা সাজানো গল্প, প্রিয়াঙ্গুকে সিআইএসএফ দেওয়ানোর জন্য এটা করেছে।'  


অর্জুন দাবি করেন, ৭ রাউন্ড গুলি চলেছে। সাত-আটটা বোমাও পড়েছে। তিনি দাবি করেন, বিজেপি কর্মীর কানে এমনভাবে গুলি লাগে, তাতে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। আহত কর্মীর নাম রবি সিং।  ঘটনার পর পুলিশের নিস্ক্রিয়তারও অভিযোগ করেন অর্জুন। বলেন, পুলিশ তৃণমূলের তাঁবেদারি করছে। 


পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানের পরের দিন, বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন‍ধেও অশান্তি ছড়ায়। রণক্ষেত্র হয়ে ওঠে ব্যান্ডেল-হাওড়া শাখার মানকুণডু স্টেশন। এছাড়াও দিকে দিকে ছড়ায় অশান্তি। বনধ সমর্থনকারী বিজেপি নেতা-কর্মী ও তৃণমূল নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয় ব্যারাকপুর স্টেশনেও। বিজেপি নেতা কৌস্তব বাগচীকে ধাওয়া করেন তৃণমূল কর্মীরা। এরই মধ্যে ভাটপাড়ায় উঠল গুলি চলার অভিযোগ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার! ব্যারিকেড ধরে BJP কর্মী-পুলিশ ধস্তাধস্তি