উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের আগে রাজ্যে অন্যতম বড় ইস্যু 'সন্দেশখালি।' গতকাল ফের উত্তপ্ত হয় সন্দেশখালি। নতুন করে আগুন জ্বলে সন্দেশখালিতে। সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। এদিকে বিজেপির মহিলা প্রতিনিধি দলের সন্দেশখালি সফর ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। গোটা ঘটনায় ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমোকে তোপ দেগেছেন। বলেছেন, 'মমতা নারী জাতির কলঙ্ক।' ২৪ ঘণ্টা পার হতে এবার সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে গিরিশ পার্কে বিজেপির কিষাণ মোর্চার বিক্ষোভ। 


সন্দেশখালিতে ইতিমধ্যেই গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। একইদিনে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। তবে  সন্দেশখালিতে যাওয়ার আগেই ভোজেরহাটে আটকে দেওয়া হয় বিজেপি নেত্রী  লকেট চট্টোপাধ্যায়দের। এলাকায় ১৪৪ ধারা আছে জানাতেই বচসার জড়িয়ে পড়ে পুলিশ ও বিজেপির মহিলা প্রতিনিধি দল।  এলাকায় পৌঁছনোর আগেই কেন আটকানো হচ্ছে, প্রশ্ন করেন বিজেপি প্রতিনিধিরা।  আটক করা হয়েছিল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পরে লালবাজার থেকে বেরিয়ে বিজেপি নেত্রী লকেট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা। মমতা বাংলার কলঙ্ক। মমতা নারী জাতির কলঙ্ক।'


এদিকে গতকালই ওই ওঠে এক ভয়াবহ অভিযোগ। গতকাল সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসী।
এদিকে এহেন পরিস্থিতিতে মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আহত মহিলাকে নিয়ে যাওয়া হয় সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। এখানেই শেষ নয়, গতকাল আহত ফুলমণির ভয়াবহ অভিযোগ তুলে বলেছিলেন, 'না শুনলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে পুলিশ', বলে জানান তিনি। এই ঘটনায় লকেট চট্টোবপাধ্যায় বলেন,' মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। তাঁদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া হতে পারে না।  কত মহিলাকে মারবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে শুরু করেছেন, সন্দেশখালিতে এসে শেষ হতে হবে।'


আরও পড়ুন, 'খাবারের খোঁজে লোকালয়ে..', ভোরের আলোয় কাকে দেখে ঘুম উড়ল স্থানীয়দের ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)