আবির দত্ত, সাগরদিঘি:  মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। দিনের শুরুতেই চড়ল উত্তেজনার পারদ। ভোট চলাকালীন বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল।


কেন এমন অভিযোগ ?


সামসাবাদ হাইস্কুলে পরিদর্শনে গিয়ে বুথের ২০০ মিটারের মধ্যে থাকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন বিজেপি প্রার্থী। অথচ গেরুয়া শিবিরের প্রার্থীকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢুকতে দেখা যায়। এই নিয়ে শুরু হয়ে যায় তরজা। 


ভোট শুরু নরমে ও গরমে 
অন্যদিকে ভোটের সকালে মক পোলকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়েছে। মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে বচসায় জড়ানোয়, ডাঙরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তবে ভোট মানেই যে অসৌজন্য আর কুকথার তোড়, এমন ধারণা আগেও ভেঙেছে বঙ্গ, এবার ভাঙল। সামসাবাদ হাইস্কুলে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সঙ্গে সৌজন্য বিনিময় করলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।  


কোন দনের কে প্রার্থী 
কংগ্রেস নেতার গ্রেফতারি, কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের যৌন হেনস্থার অভিযোগ, সাগরদিঘি থানার ওসি-র অপসারণ, একটা উপনির্বাচনের আগে ঘটনার ঘনঘটা। আর সেই আবহেই সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ চলবে । তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেস দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা।


ভোটের নিরাপত্তা 
সাগরদিঘি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে।  উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।       


প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকছে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। 


গতবছরের ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। তার জেরেই উপনির্বাচন হচ্ছে। ২ মার্চ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা।