খড়গপুর : বিজেপির অন্দরেও প্রার্থীতালিকা নিয়ে চলছে বিক্ষোভ। এরই মধ্যে খড়গপুরে প্রার্থীতালিকায় চমক দিল বিজেপি (BJP)। পুরভোটে লড়ার জন্য তালিকায় রাখা হল বেশ কয়েকজন বিধায়কের নাম !!


আনুষ্ঠানিক ঘোষণার আগেই জেলায় প্রার্থী তালিকা পাঠাল বিজেপি। খড়গপুর পুরভোটে প্রার্থী করা হয়েছে বিধায়ক হিরণকে (Hiran Chatterjee)।  কাঁথি পুরভোটে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ কুমার দাসকে প্রার্থী করা হয়েছে। গেরুয়া শিবির সূত্রে খবর, কাঁথি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বিধায়ককে।  পাশাপাশি, ৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতিকে প্রার্থী করেছে বিজেপি (BJP)।  বনশ্রী কাঁথি উত্তরের প্রাক্তন বিধায়ক। 


কিছুদিন ধরেই হিরণের গলাতে অন্যরকম সুর । বারবার তার গলায় উঠে এসেছে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে মতপার্থক্যের কথা। দল তাঁকে গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকে না, বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে স্পষ্টভাবেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলেন। ইদানীং গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলমুখী হয়েছে বহুজনই। একের পর এক সেলিব্রিটি সদস্য ছেড়েছেন দল। এই আবহে  কি ক্ষোভ প্রশমনের জন্যই টিকিট দেওয়া হিরণকে? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এমনটাই বলছেন। 

আরও পড়ুন


বললেন... Somebody! অভিষেকের নামও নিলেন না মমতা


কিছুদিন আগেই হিরণ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে শোরগোল পড়ে যায়। যদিও তৃণমূলে যোগ দেওয়ার কথা মুখ ফুটে তিনি বলেননি। তবে তিনি যে দলীয় নেতৃত্বের উপর খুশি নন, তা স্পষ্ট করে দেন। কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তিনি? অভিনেতা-বিধায়কের অভিযোগ ছিল, ইদানীং দল-সংগঠনের কোনও কাজে তাঁকে লাগানো হত না। সম্প্রতি তিনি দলের মধ্যে প্রাসঙ্গিকতা হারিয়েছেন। তাঁর অভিযোগের তির, বঙ্গ বিজেপির বড় বড় নেতাদের বিরুদ্ধে। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। হিরণের দাবি ছিল ' রাজ্য বিজেপির বড় বড় নেতারা মনে করেন আমাকে দরকার নেই। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব।


স্থানীয় সূত্রে দাবি, বিধায়ক হওয়ার পর থেকে দিলীপ ঘোষের অনুগামীদের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীদের মতবিরোধ বারবার সামনে এসেছে। এর আগে ডিসেম্বরের শুরুতে, মেদিনীপুর শহরে দিলীপ ঘোষের ছবি দেওয়া পোস্টারে হিরণের ছবি না থাকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। খড়গপুরে পোস্টার, হোর্ডিংয়ে কেন নেই তাঁর ছবি? প্রশ্ন তুলে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্পকাশ করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই ঘটনায় তৃণমূল কটাক্ষ করে, বিলম্বে বোধোদয় হয়েছে বিধায়কের। ' যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি করেন, দলীয় পোস্টার নিয়ে এমন কিছু ঘটেনি।