অনির্বাণ বিশ্বাস, কলকাতা: তৃণমূল (Trinamool Congress) সরকারের একাদশতম বর্ষপূর্তির আগে কলকাতা (Kolkata) জুড়ে বিজেপির (BJP) হোর্ডিং। বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে।
শহরের কোথায় কোথায় পোস্টার?
সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা, তালতলা, জানবাজার ও শহরের কেন্দ্রস্থল ডোরিনা ক্রসিংয়েও লাগানো হয়েছে বিজেপির হোর্ডিং। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তৃণমূলের কটাক্ষ
বিজেপির এই পোস্টারকাণ্ডকে কটাক্ষ করেছে তৃণমূল। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "ভারতীয় জনতা পার্টি যেভাবে লজ্জাজনক হারত হেরেছে, ওঁদের তো আর মুখ দেখানোর জায়গা নেই। মোদি-শাহ সকলেই তো এসেছে। বলেছিল ইসকে বার ২০০ পার। কিন্তু ৭০-ও তো পেরোতে পারেনি। তাই এখন এসব অপপ্রচার করে বেড়াচ্ছে। ওঁদের উচিত গলায় গামছা দিয়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া।"
আরও পড়ুন, রাজ্য বিজেপিতে বাড়ছে ‘বিদ্রোহ’, বারাসাত সাংগঠনিক জেলা কমিটির পদ থেকে গণ ইস্তফা
পাল্টা বিজেপি
এদিকে এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, "তৃণমূল দলের সাংসদ বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও কেন রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার হবে। মহিলাদের ওপর অত্যাচারে এখন পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন দেশের মধ্যে। এত বড় লজ্জা। আদালতও রাজ্য সরকারের ওপর ভরসা করতে পারছে না। এত কিছুর পরেও লজ্জা নেই।