কলকাতা: দুর্গাপুজোকে (Durga Puja 2022) স্বীকৃতি, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ডাকে পদযাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর (Amit Malviya)। এদিন ট্যুইটারে তিনি লিখেছেন, "দুর্গাপুজোকে ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কৃতিত্ব বলে দাবি করছেন। সত্যিটা হল, এই স্বীকৃতির নেপথ্যে মমতার কোনও ভূমিকা নেই। স্বীকৃতি মিলেছে মোদি সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রচেষ্টায়।'' ট্যুইট করে দাবি বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর। 


ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা। মিছিলে থাকছেন না ইউনেস্কোর প্রতিনিধিরা। রেড রোডের অনুষ্ঠানে তাঁদের সম্বর্ধনা জানানো হবে। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে শোভাযাত্রা পৌঁছবে রেড রোডে। তার আগে গিরিশ পার্কে জড়ো হবে ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজোগুলির উদ্যোক্তারা। উত্তর কলকাতার পুজোর উদ্যোক্তারা জড়ো হবেন বিবেকানন্দ রোডে। পোস্তা উড়ালপুলের দিকে জড়ো হবেন দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলির প্রতিনিধিরা। অন্যদিকে, সল্টলেক ও হাওড়া থেকে আসা পুজো কমিটিগুলির উদ্যোক্তারা জড়ো হবেন শ্যামবাজারে। গিরিশ পার্ক থেকে সম্মিলিত মিছিল এসে জড়ো হবে জোড়াসাঁকোয়। সেখান থেকে মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি। 


বঙ্গের দুর্গাপুজোর হেরিটেজ শিরোপা লাভকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা এই কর্মসূচির গায়েও লাগল রাজনীতির রং। মঙ্গলবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়ে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু, এই নিয়ে আপত্তির কথা জানিয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, “আমি যাব না, আসলে এটায় ওঁর কৃতিত্ব নেই, তাই তাম ঝাম করছে।’’ দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফূর্তি করুন।  বোম্বাগড়ের রাজা হয়ে থাকতে চান মুখ্যমন্ত্রী।’’


আরও পড়ুন: Durga Puja Rally: ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ মমতার পদযাত্রা, গাড়ির রুটবদল শহরে