কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় স্তরে দায়িত্ব পেয়েছেন। আর তার পরই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপি-র (BJP) সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra)। তাঁর বক্তব্য, "দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল"। কার উদ্দেশে এমন মন্তব্য করলেন অনুপম, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জল্পনা জিইয়ে রেখে অনুপম জানিয়েছেন, দলে পদে থেকেও অনেকে মাঠে নামছেন না। তাঁরাই 'দুষ্টু গরু'।


রবিবার ফেসবুকে ওই ইঙ্গিতপূর্ণ পোস্টে অনুপম লেখেন, "এখনও যদি মনে হয়, দলের সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমান বেশি গুরুত্বপূর্ণ, বা পদ আগলে বসে থেকে ভিতরে ভিতরে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অন্তত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যে, আপনি যেন কোনও ভাবেই পদ বা ক্ষমতার অপব্যবহার করতে না পারেন।কারণ অতি প্রচলিত একটি প্রবাদ রয়েছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল'।


কার উদ্দেশে এমন কথা লিখলেন অনুপম, সেই নিয়ে জল্পনার মধ্যেই এবিপি আনন্দের ক্যামেরায় মুখ খোলেন তিনি। জানান,, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। সেখানে যা কথআ হয়েছে, তার ভিত্তিতেই এই পোস্ট। অনুপম জানান, প্রত্যেক জেলাতেই কিছু মানুষ রয়েছেন, যাঁরা দলের পুরনো কর্মী, সংগঠন আছে। কিন্তু কোনও না কোনও কারণে মান-অভিমান করে বসে রয়েছেন। সক্রিয় নন। সাংগঠনিক কাজে লাগানো যাচ্ছে না এঁদের। ইগোর জন্য নামতে চাইছেন না। তাঁদের বার্তা দিতেই এই পোস্ট তাঁর। 


আরও পড়ুন: Raj Bhavan: 'আচার্যের পর উপাচার্যই সব', রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক


কিন্তু 'দুষ্টু গরু' বলতে কাকে নিশানা করেছেন অনুপম, যাঁরা দলবিমুখ হয়ে পড়েছেন? সরাসরি নাম নেননি অনুপম। তাঁর দাবি, কিছু মানুষ এমন রয়েছেন, যাঁরা পদে রয়েছেন। কিন্তু ভিতরে ভিতরে একে বসিয়ে দেব, ওকে কাজে নেব না, ও আমার লবির লোক নয়, এই নীতি নিয়ে চলছেন। ডাকা হলেও মাঠে নামছেন না অনেকে। কারণও জানাচ্ছেন না। তাই পদ আঁকড়ে বসে থেকেও কর্তব্য পালন করছেন না যাঁরা, তাঁদেরকেই তিনি নিশানা করেছেন বলে জানান অনুপম। 


প্রত্যেক মাসে সংগঠনের অবস্থা নিয়ে, দুষ্টু গরুদের চিহ্নিত করে তাঁকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে এদিন জানান অনুপম। তাঁর কথায়, "অমুক দাদা, অমুক দিদি না করে, নরেন্দ্র মোদির লবি করলে দলের পক্ষে মঙ্গল হবে।" লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরের বিজেপি নেতারা যখন ঝাঁপিয়ে পড়ছেন, রাজ্যেও সংগঠনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে এদিন বুঝিয়ে দিলেন অনুপম।