সমীরণ পাল, ভাটপাড়া: বিজেপি-র রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা ওড়ানোর অভিযোগ। বিজেপি নেতা অর্জুন সিংহ এবং প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। বিষয়টি নিয়ে চরমে পৌঁছেছে রাজনৈতিক তরজা। অর্জুন এবং প্রিয়াঙ্গুর বিরুদ্ধে ভাটপাড়া থানা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ সোম। অর্জুনের দাবি, "ইজরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র। হিন্দুদেরও বন্ধু"। (Arjun Singh)
গত রবিবার রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করেছিল বিজেপি। ভাটপাড়ায় শোভাযাত্রায় অংশ নেন অর্জুন এবং প্রিয়ঙ্গু। সেখানে একহাতে রামচন্দ্রের ছবি সম্বলিত গেরুয়া ধ্বজা ধরেছিলেন অর্জুন, তাঁর অন্য হাতে ছিল ইজরায়েলের নীল-সাদা পতাকা। প্রিয়াঙ্গুকেও দুই হাতে ইজরায়েলের পতাকা হাতে শোভাযাত্রায় হেঁটে যেতে দেখা যায়। সেই নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন সোমনাথ। (Israeli Flag)
রামনবমীর শোভাযাত্রায় রবিবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় অর্জুনের অনুগামীদের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ইজরায়েলের পতাকা হাতে স্পষ্ট দেখা যায় অর্জুন এবং প্রিয়াঙ্গুকে। সেই নিয়ে তাঁদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে কেন রাস্তায় নামতে হল অর্জুন এবং প্রিয়াঙ্গুকে, প্রশ্ন উঠছে সব মহল থেকেই। (Rama Navami)
কিন্তু এর মধ্যে অন্যায় কিছু দেখছেন না অর্জুন। তাঁর বক্তব্য, "প্রাক্তন সাংসদ বলে ইজরায়েলের পতাকা নিতে পারব না কেন? অন্য দেশের ঝান্ডা নিতে পারব না কেন? অন্য দেশের ঝান্ডা যদি হিন্দুদের সমর্থন করে...ইজরায়েল-ভারতের ইতিহাস জানেন না। ইজরায়েল যখন বিপদে ছিল, তোপ ও বন্দুক ছিল না, তখন এখান থেকে তলোয়ার নিয়ে রাজস্থানের রাজপুতরা গিয়েছিল ইজরায়েলকে রক্ষা করার জন্য। সেই সময় থেকে ইজরায়েল আমাদের বন্ধু।"
অর্জুন আরও বলেন, "ইজরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে ভারতের মুসলিমদের কষ্ট হয়। প্যালেস্তাইনের ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নামে, মহরমের মিছিলে প্যালেস্তাইনের ঝান্ডা থাকে, পাকিস্তান জিতলে বাজি ফাটায়। ইজরায়েলিরা আমাদের ভারতের বন্ধু, জেহাদি-সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ওদের সম্মান করব না?"
থানায় অভিযোগ দায়ের হলেও, অর্জুনের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু গোটা ঘটনায় অর্জুন এবং প্রিয়াঙ্গুরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রামনবমীর শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা নিয়ে রাস্তায় নেমে তাঁরা অশান্তি তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ তৃণমূলের।