সত্য়জিৎ বৈদ্য়, কলকাতা: একদশক আগে তাঁর মুখেই শোনা গেছিল ভাগ মুকুল ভাগ স্লোগান। তারপর থেকে ক্রমাগত বদলেছে মুকুল রায়ের অবস্থান। তৃণমূল ছেড়ে তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। তারপর আবার তাঁকে দেখা গেছে তৃণমূলের দফতরে। সম্প্রতি দিল্লি গিয়ে, বিজেপির প্রশংসা করে, জল্পনা উস্কে দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে কলকাতায় এসে, মুকুলকে নিয়ে প্রশ্নের সরাসরি উত্তরই দিলেন না সিদ্ধার্থনাথ সিংহ।


প্রায় একদশক আগে, তখন রাজ্য় উত্তাল ছিল সারদা-দুর্নীতি নিয়ে। সেই সময়ে রাজ্য়ে এসে ২০১৪ সালে ধর্মতলার সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন তিনি। এখন রাজ্য় উত্তাল নিয়োগ-দুর্নীতি নিয়ে। এই প্রেক্ষাপটে আবার রাজ্য়ে এলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ। কিন্তু এই দুটো সময়ের মধ্য়ে আমূল বদলে গেছে পরিস্থিতি। সেই সময়ে সিদ্ধার্থনাথ সিংহ রাজ্য় রাজনীতিতে ঝড় তুলেছিলেন, তাঁর একটি স্লোগানে। তিনি বলেছিলেন, 'ভাগ মদন ভাগ, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ...'


কিন্তু, যে মুকুল রায়ের নামে সিদ্ধার্থনাথ সিংহ স্লোগান তুলেছিলেন, তিনিই পরে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে জেতেনও তিনি। কিন্তু, ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর মুকুল রায়কে দেখা যায় তৃণমূলের পার্টি অফিসে। সম্প্রতি আচমকাই রহস্য়জনকভাবে মুকুল রায় পৌঁছে যান দিল্লিতে। তাঁর কথায় জল্পনাও তুঙ্গে ওঠে। দিল্লিতে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে কার সঙ্গে দেখা করবেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুকুল রায় বলেছিলেন, 'দেখা কী কখন হবে বলা যায় না। আমি তো চেষ্টা করব নরেন্দ্র মোদিজির সঙ্গে দেখা হলে, প্রধানমন্ত্রীর সাথে, এত কাছাকাছি এসেছি, দেখা করতে পারলে তো খুবই ভাল হয়।' অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীর সঙ্গে তিনি দেখা করেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, 'আমার তরফে আন্তরিক শুভেচ্ছা জানালাম। সবাইকে বললাম, আসুন সবাই মিলে করলে ভাল ফল নিশ্চই করবে বিজেপি।'


মুকুল রায়কে নিয়ে এই ধোঁয়াশার আবহে আবার কলকাতায় এলেন সিদ্ধার্থনাথ সিংহ। মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্য়ে কলকাতায় প্রচারে এসেছেন সিদ্ধার্থনাথ সিংহ। মুকুল নিয়ে প্রশ্ন করলেও মিলল না কোনও সরাসরি উত্তর। বললেন, 'আমি তো এই রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার কথা বলেছিলাম! আমাদের দল তিন থেকে ৭৭ বিধায়কে পৌঁছেছে। এটা কম বড় সাফল্য নয়। আগামী দিনে আমরা আরও বেশি জনসমর্থন পাব।'


আরও পড়ুন: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?