পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার। এবার বিধানসভা উপনির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে বেরনোর অভিযোগ উঠল বাঁকুড়ার ইন্দপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ, ভোট না দিলে লক্ষ্ণীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এমনই অভিযোগ তুলেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে বলে দাবি করেছেন বাঁকুড়ার পুলিশ সুপার।
আর জি কর-কাণ্ডে মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দিয়েছে। এই আবহে সিভিক ভলান্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেই চলেছে। এবার উপনির্বাচনের আগে তৃণমূলের হয়ে প্রচার করার অভিযোগ উঠল বাঁকুড়ার ইন্দপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ তুললেন খোদ বিরোধী দলনেতা। কয়েকটি ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ইনি ভীম মণ্ডল।
বাঁকুড়ার জেলার ইন্দপুর থানার সিভিক ভলান্টিয়ার। দেখা যাচ্ছে, তিনি তালডাংরা বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছেন।
বিরোধী দলনেতার অভিযোগ, ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দেন এই সিভিক ভলান্টিয়ার। সম্প্রতি আর জি কর-কাণ্ডের শুনানির সময় সিভিক ভলান্টিয়ারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি। সেই প্রসঙ্গ উল্লেখ করে বিরোধী দলনেতা লিখেছেন, এভাবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তাদের ঋণ পরিশোধ করে। শুভেন্দু বলছেন, 'সিভিক ভলান্টিয়ারের আজকে ছবি দিয়েছি আমি। ইন্দপুরের। ইন্দপুর থানার সিভিক। ভোট চাইতে যাচ্ছে, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। ওর বাপের টাকা? সরকারের টাকা।'
যদিও ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খাঁ বলেন, 'আমাদের লোক সবাই। শুধু সিভিক ভলান্টিয়ার কেন ? আমাদের লোক, একজন হাইস্কুলের মাস্টার। প্রাইমারি স্কুলের মাস্টার। আশাকর্মী। সবাই আমাদের লোক। মিথ্যা অভিযোগ। আমাদের দলের ছেলেরা প্রচারে বেরিয়েছিল। রাস্তায় দেখা পেয়েছে। তাঁদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে। ব্যস, এটুকুই। অন্য কিছু নয়। '
বাঁকুড়া জেলা বিজেপির তরফে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বাঁকুড়ার পুলিশ সুপার জানান, সিভিক ভলান্টিয়ার প্রচার করছেন, এমন কোনও তথ্য আসেনি'। ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের।