কলকাতা : মালদার পরিযায়ী শ্রমিককে 'হেনস্থা'র অভিযোগের ইস্যুতে বিস্ফোরক দিল্লি পুলিশ। বাঙালি হেনস্থার নামে সাজানো ভিডিওর দাবি দিল্লি পুলিশের। দিল্লি পুলিশের দাবির পরেই আক্রমণে শুভেন্দু। তিনি বলেছেন, 'মিথ্যেবাদী মমতা, জেনে গেছে জনতা' !

আরও পড়ুন, আমি বেঁচে থাকতে এখানে NRC করতে দেব না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

আধার যাচাইয়ের নামে দিল্লি পুলিশের মারধরের অভিযোগ। 'দিল্লি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। সিসি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে সন্তানদের নিয়ে একাই বেরোচ্ছেন মহিলা। ফুটেজে বল প্রয়োগের দাবির সঙ্গে মিলছে না। আসল ঘটনা হল রাজনৈতিক কর্মী এক মামার পরামর্শেই মিথ্যা গল্প। এরকম অনেক ভুয়ো গল্প ছড়ানো হবে, তাই কানে শুনে নয়, চোখে দেখে বিশ্বাস করুন', মমতার অভিযোগ দিল্লি পুলিশ খারিজ করার পরেই আক্রমণে শুভেন্দু। 

দিল্লি পুুলিশের দাবি, 'মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন ভিডিও। দিল্লিতে সাদা পোশাকের পুলিশের হাতে হেনস্থা, ২৫ হাজার চাওয়ার দাবি। রাজনৈতিক কর্মী এক আত্মীয়ের কথাতেই তৈরি করা হয় ভিত্তিহীন ভিডিও। তারপরে সেই ওই রাজনৈতিক কর্মীকে ভিডিও শেয়ার, তারপরেই ভাইরাল। জিজ্ঞাসাবাদে এমনই স্বীকার করেছেন ওই মহিলা, জানিয়েছেন দিল্লি পুলিশের DC। কালিমালিপ্ত করতেই ভিডিও ভাইরাল, বিস্ফোরক দাবি দিল্লি পুুলিশের। 

মূলত চাঁচলের শ্রমিকের পরিবারের শিশু ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠেছিল। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, 'বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই!'দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?' প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগই খারিজ করল দিল্লি পুলিশ। 

প্রসঙ্গত, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র- এরকম একাধিক বিজেপি ও NDA শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও তাদের হেনস্থার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে পশ্চিমবঙ্গ থেকে এরকম প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক গেছেন। আর এই জায়গাতেই সরব হয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন, লক্ষ লক্ষ শ্রমিককে এখনও পেটের টানে অন্য় রাজ্যে যেতে হচ্ছে কেন? দিল্লি, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র- সহ বিভিন্ন রাজ্য়ে, বাংলায় কথা বলায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একাংশকে, বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে! যা ঘিরে উত্তাল রাজ্য় রাজ্য়নীতি!

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)