কলকাতা: বেকারত্ব নিয়ে এদিন রাজ্য সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, 'রাজ্যে SSC, PSC-র ভয়াবহ অবস্থা, নতুন চাকরি তো নেই, ৬ লক্ষ স্থায়ী পোস্টও বিলুপ্ত..' !
আরও পড়ুন, '১ দিন ঘুরে, ফোটোশ্যুট করে পালিয়ে গিয়েছে' ! উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর ?
এদিন শুভেন্দু বলেন, চাকরি না পাওয়া বেকার যুবকদেরকে, পেটের টানে তাঁরা যে রুজিরুটির সংগ্রাম করছেন, টোটো চালিয়ে। সেই বিষয়ে তাঁদেরকে একটু সতর্কীকরণ করা দরকার হয়েছে। প্রথমত এই রাজ্যে বেকারত্বর অবস্থা সম্পর্কে, নতুন করে কিছু বলার নেই। এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্টুটমেন্ট বোর্ড এবং অন্যান্য যতগুলি আছে, কোঅপরারেটিভ সার্ভিস কমিশন থেকে মিউনিসিপল সার্ভিস কমিশন, এদের ভয়াবহ চিত্রের কথা, সবাই জানেন। নতুন পোস্ট তো ক্রিয়েশন দূরে থাকুক, বর্তমান সরকারের সময়কালে, বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্রের নের্তৃত্বে, ৬ লক্ষ স্থায়ী পোস্টকে বিলুপ্ত করা হয়েছে ! তাই এই রাজ্যে বাধ্য হয়ে শুধু রিড অ্যান্ড রাইট নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, খুঁজলে এমন কি, এম এ পাশও হয়তো পাওয়া যাবে। এই যুবকরা..... কোথাও কোথাও সামান্য সংখ্যক হলেও যুবতীরা, বোনেরা- অল্প সংখ্যায় হলেও, তাঁরা টোটো চালিয়ে, সংসার প্রতিপালন করেন। আমাদের রাজ্যে সাধারণত পাহাড়ি এলাকা ছাড়া, প্রায় ন-দশ মাস, বর্ষা এবং, ঘর্মাক্ত পরিবেশ থাকে। ..এই লক্ষ লক্ষ যুবককে, এই রকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবনযুদ্ধের সংগ্রাম করতে হয়। নিজের সংসারের অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার জন্য। '
অপরদিকে, দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা দাবি করেন, গণধর্ষণকাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা এবং নাসিরউদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী দুর্গাপুরে না আসায় তিনি লজ্জিত। নির্যাতিতার চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা। অভিযোগ করেন,তিনি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তাঁদের মুখ খুলতে নিষেধ করা হয়েছে। নির্যাতিতাকে এ রাজ্যে রাখতে পরিবার রাজি নয় বলেও জানান শুভেন্দু অধিকারী।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)