কলকাতা : তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার ট্যুইট, '২০২১-এর ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট-পরবর্তী ভয়াবহ হিংসা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের (Black Day) দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।' তৃতীয় তৃণমূল সরকারের (TMC-Led Government) দ্বিতীয় বর্ষপূর্তিতে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 


এদিকে আজই রাজ্যজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি। গঙ্গায় তর্পণ কর্মসূচিও আছে গেরুয়া শিবিরের, জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  


আরও পড়ুন ; 'ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে', নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের


যুযুধান দুই পক্ষের তরজা অব্যাহত-


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত এক দল অপর দলকে লক্ষ্য করে আক্রমণ শানাচ্ছে। বিশেষ করে চড়ছে তৃণমূল-বিজেপির দ্বৈরথ। এক দলের নেতা অপর দলের নেতাকে বিঁধে চলেছেন নাগাড়ে। এই পরিস্থিতিতে আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় পুলিশ মোতায়েন নিয়ে প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মনোজ মালব্যকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যের কোষাগারে কত টাকা জমা পড়েছে। এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


এদিকে অভিষেকের নিশানায় বিদ্ধ হয়েছেন শুভেন্দু অধিকারীও। 'ও তৃণমূলের লক্ষ্মী! বিজেপিতে যত থাকবে, বিজেপি তত মায়ের ভোগে যাবে।' উত্তর দিনাজপুরের করণদিঘির সভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বিরোধী দলনেতাও নাম না করে অভিষেককে বিজেপির লক্ষ্মী বলে কটাক্ষ করেছিলেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


পঞ্চায়েত ভোটের আগে একে অপরের প্রতি বিশেষণ প্রয়োগের এই ধারা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছয়, সেটাই দেখার বিষয়। 


আরও পড়ুন ; বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের