কলকাতা: ফের সাতসকালে রাজ্যের শাসকদলের ৩ হেভিওয়েটের বাড়িতে ইডি হানা। এদিন ইডি-র আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে পৌঁছে যান। পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও শুক্রবার সকালে পৌছে যায় ইডি। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি অভিযানের মাঝে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।তীব্র কটাক্ষ করে বলেন, 'ব্যাগ গোছাতে শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন।'


শুভেন্দু বলেন, 'তথ্য পেয়েছে বলেই, আজকের পুণ্য দিনে, ভোর ভোর বেরিয়ে পড়েছে ইডি। সুজিত বোস, দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন।..' মূলত, এদিন সাতসকালে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি-র অভিযান। সূত্রের খবর, দমকলমন্ত্রীর বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ।এদিন ইডি-র আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে পৌঁছে যান। দুটি বাড়িতে গিয়েই কলিংবেল বাজান ইডি-র তদন্তকারীরা।


 অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর বাড়িতে দায়িত্বে থাকা কর্মচারী ও কেয়ারটেকাররা প্রথমে দরজা খুলতে চাননি। ইডি-র আধিকারিকরা তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন ইডি-র আধিকারিকরা। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বাদানুবাদও চলে কিছুক্ষণ। শেষ পর্যন্ত সকাল সাতটা বাজার কয়েক মিনিট আগে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ির দরজাই খুলে দেওয়া হয়। ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি-র আধিকারিকরা।


কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার পেয়েছিলেন তাঁরা। তাতে কাদের কাছে কত টাকা গেছে, সেই সংক্রান্ত কোডনেমের তালিকা ছিল। ইডি সূত্রে দাবি, অয়ন শীলকে জেরায় সেই কোডনেম ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম।প্রসঙ্গত, এর আগে পুর নিয়োগ দুর্নীতির মামলায় গত ৫ অক্টোবর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৮ অক্টোবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দিয়ে সাড়ে ৯ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। নতুন বছরেও মমতা-মন্ত্রিসভার আরও এক সদস্যের বাড়িতে হানা দিল ইডি। 


আরও পড়ুন, দমকলমন্ত্রী সুজিত-সহ তাপস-সুবোধের বাড়িতে ED হানা, দিলীপ ঘোষ বললেন..


গত শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় হয়েছিল ইডি। আর এই শুক্রবার পুরনিয়োগ দুর্নীতির তদন্তে শহরের দিকে দিকে ছড়িয়ে পড়েছে ইডি টিম। জানা যাচ্ছে, উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। বিরাটির খলিসাকোটা পল্লিতে সুবোধ চক্রবর্তীর বাড়িতে শুক্রবার সকাল সকাল ইডি হানা দেয়। সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছন ইডি আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতিতে এর আগে অভিযোগ ওঠে উত্তর দমদম পুরসভার বিরুদ্ধে।