কলকাতা: পাখির চোখ লোকসভা নির্বাচন। ২০২৪ সালের রণকৌশল ঠিক করতে ফের বঙ্গ সফরে শাহ-নাড্ডা। গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন তাঁরা। আজ বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক।
ফের বঙ্গ সফরে শাহ-নাড্ডা: গোটা রাজ্য়ে যখন উৎসবের আমেজ তখনই বাংলায় বড় লড়াইয়ের জন্য় ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। মাত্র কদিন পর বছর ঘুরলেই, লোকসভা ভোট। এই প্রেক্ষাপটে বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা। মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। যার মধ্য়ে অন্য়তম, ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? বিজেপি সূত্রে দাবি, এমনই একাধিক বিষয় নিয়ে, বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। যেখানে মূলত থাকবেন, বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা।
কয়েকমাস আগেই রাজ্য়ে এসে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে দাবি, মঙ্গলবারের বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯-এর লোকসভা ভোটে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্য়ে ১৮টিতে জেতে বিজেপি। তারপর বিজেপির টিকিটে জয়ী দুই সাংসদ, বাবুল সুপ্রিয় ও অর্জুন সিংহ তৃণমূলে চলে যান। বাবুলের ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জেতে তৃণমূল। বিজেপি সূত্রে দাবি, গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলোর জন্য় নতুন স্ট্র্য়াটেজি নেওয়া হচ্ছে।ইতিমধ্য়ে ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। বিজেপি সূত্রে দাবি, কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপির জয়ের সম্ভাবনা আছে, কোথায় ভাল লড়াই দেওয়ার জন্য় তারা প্রস্তুত কোথায় সেই সম্ভাবনা কম, তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার সকালে বড়বাজারের একটি গুরুদ্বারে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখান থেকে যাবেন কালীঘাট মন্দিরে। দলীয় বৈঠক সেরে দিল্লিতে ফেরার বিমান ধরবেন অমিত শাহ ও জেপি নাড্ডা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Weather: কুয়াশায় ঢাকা মঙ্গলবারের ভোর, কেমন থাকবে মহানগরের আবহাওয়া?