রাজা চট্টোপাধ্যায়, নাগরাকাটা : উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ। এখনও পর্যন্ত অন্ততপক্ষে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় রবিবার কলকাতায় হয়ে গেল দুর্গাপুজোর কার্নিভাল। যা নিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীকে রবিবার থেকে লাগাতার আক্রমণ করেছেন বিরোধীরা। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সোমবার সেই উত্তরবঙ্গে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বেদম মার খেলেন বিজেপির সাংসদ ও বিধায়করা। শুধু তাই নয়, কপালে জুটল তীব্র লাঞ্ছনা। রীতিমতো প্রবল মার খেতে হল নেতাদের। 

Continues below advertisement

ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়েছিলেন শঙ্কর ঘোষ, খগেন মুর্মু সহ বিজেপির সাংসদ ও বিধায়করা। সেখানে গিয়ে মারধরের মুখে পড়েন তাঁরা। এলাকার কিছু মানুষের গুন্ডামির মুখে নাকাল হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সাংসদ খগেন মুর্মু। প্রবল আঘাত ও মারে  মাথা ফেটে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। রক্তে সারা মুখ ভিজে যায় তাঁর।  পিছন থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কা মারা হয়। কিন্তু এরা কারা, কোনও দলের সমর্থক কিনা, এখনও নিশ্চিত জানা যায়নি।

নাগরাকাটার বামনডাঙা যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়।   গাড়িতে পাথর, জুতো, লাঠি ছোড়া হয়। বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক-সাংসদরা।  পিছনে তৃণমূল আছে, অভিযোগ করেন বিজেপি নেতারা।

Continues below advertisement

শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু, কোনও ক্রমে পালান পরিস্থিতি থেকে। সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও আটকানো যায়নি আক্রমণ। ছবিতে দেখা যায়, খগেন মুর্মুর জামাকাপড় রক্তে ভেসে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে ছালেন তিনি। তাঁর কপাল, চোখ রক্তে ভরা। ঝর ঝর করে পড়ছে তা পাঞ্জাবিউত্তরীয়তেকোনওভাবেই রক্ত আটকানো যাচ্ছে না। ভিডিওতে দেখা যায়, এক দল লোকজন নিরাপত্তারক্ষীদেরও তোয়াক্কা না করে তাদের ঠেলে ফেলার চেষ্টা করছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির নেতারা।

অন্যদিকে সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতা থেকে বিশেষ বিমানে দুপুরে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছচ্ছেন তিনি। সেখান থেকে যাবেন বিপর্যস্ত এলাকায়। উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও ADG STF বিনীত গোয়েল। এদিকে বাগডোগরা পৌঁছেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সবমিলিয়ে উত্তর বঙ্গের প্রাকৃতিক বিপর্যয় ঘিরে তুঙ্গে রাজনীতি।